Padye Kabitaay Din
লেখক : শশাঙ্কশেখর হাইত
পৃষ্ঠা : ৬৪
পা বাড়ালেই রাস্তা পাতা/ পা বাড়ালেই রাস্তা খাতার পাতায় পাতায় স্বরবিতান —/ রণিত প্রাণ-তন্ত্রীতে গান।’ এমন করে কবি রাস্তার কথা বলেন, কবি আরও বলেন—‘…ভূমানন্দে করি বরণ গাছকে শুভক্ষণে/ সগৌরবে আসুক না গাছ হৃদয় সিংহাসনে।’ গাছকে নিয়ে আরও সুস্পষ্ট সত্য প্রকাশিত হয় এমন পঙক্তিসমূহে — ‘সঙ্গ ছাড়ে স্বজন; করে কুজন বিপদপাত/ ভয় কি ? বলে ভরসা দিয়ে গাছ তো ধরে হাত।’ এমন আশাবাদের কথা কবি শুনিয়েছেন নানাভাবে। তাই এর ভিন্ন প্রকাশ দেখি, অমোঘ সত্যের আকারে ‘একটা মানুষ শত্রু তো কী অন্য কেউ বন্ধু তো হয়!/ একটা সময় খারাপ, তা হোক/ বাকি তেমন খারাপ নয় । কবির কবিতায় নানাভাবে উঠে আসে মানুষজনের কথা, একুশ শতকের প্রজন্মের কথা, বিতর্কের কথা, যথানিয়মের কথা। কবিতায় ক্লীবতা ত্যাগে উৎসাহিত করেছেন কবি, ধ্বনিত হয়েছে শ্রীমদ্ভগবদগীতার কথা— ‘রণভূমি ছাড়ব কেন আগে? / দ্বন্দ্বে আছি দ্বন্দ্ব যদি করো।/ সভ্য হলে আমিও সভ্য তবে/ বর্বরতায় আমি বর্বরও।’
আকার : 21.7 (h) x 14 (W) x 1.5 (d)