Topobone Rabindranath
লেখক : রঞ্জন বন্দ্যোপাধ্যায়
পৃষ্ঠা : ৮০
এ এক নতুন রবীন্দ্রনাথ। একই সঙ্গে প্রেমিক ও সাধক। রবীন্দ্রনাথের একান্ত নিজস্ব তপোবন। আমরা ‘ট্রেসপাস’ করছি তাঁর প্রাইভেট প্রপার্টিতে। সেই একান্ত নিজস্ব তপোবনে প্রবেশদ্বারে লেখা ‘রসানাং রসতমৎ'। সমস্ত রসের মধ্যেই যিনি রসতম। তাঁকেই চান রবীন্দ্রনাথ। তাঁর ভালোবাসা মেয়েটির মধ্যেও। তপোবনে যে- মেয়েটি নিঃশব্দ চরণে চকিতে আসে, চকিতে মিলায়ে, সে কি শকুন্তলা ? না কি, নতুন বউঠান কাদম্বরী ? কে বলবে? প্রেমের অধিকার কি পৌঁছোতে পারে তপোবনেও ? তিরিশ বছরের রবীন্দ্রনাথ কি জানেন এই প্রশ্নের উত্তর? নাথ হে, প্রেমপথে সব বাধা ভাঙিয়া দাও। মাঝে কিছু রেখো না, থেকো না দূরে। নির্জনে সজনে অন্তরে বাহিরে নিত্য তোমারে হেরিব, সব বাধা ভাঙিয়া দাও। কার জয় হল শেষ পর্যন্ত? প্রেমিক রবীন্দ্রনাথের? না, সাধক রবীন্দ্রনাথের? তাঁর একান্ত নিজস্ব তপোবনে সাধক আর প্রেমিক রবীন্দ্রনাথ যে মিলেমিশে একাকার!
আকার : 21.6 (h) x 13.6 (W) x 1.5 (d)