Knatatar O Jonaki
লেখক : দেবাশিষ
পৃষ্ঠা : ৭২
‘ঝাপসা আলোয় যায়না চেনা/ আঙুল ধরে বলে অজানা/ ভয় পেওনা যেন আমি জোনাকি।” অন্ধকার না থাকলে জোনাকির মাধুর্য কি মানুষ আর বোঝে ? ‘কাঁটাতার ও জোনাকি’ নামের মধ্যেই বৈষম্য ও দ্বন্দ্ব ৷ আমরা নিজেদের ‘সভ্য’ বলে যতই দাবি করি না কেন, সৃষ্টির তুলনায় বন্য থেকে সভ্য হওয়াটা কয়েক মুহূর্তের। তার বহিরাঙ্গের সভ্যতা এবং মস্তিষ্কের বর্বতার সহবাস সবার মধ্যেই। বিগত এক যুগ ধরে সেই দ্বন্দ্ব রাজনৈতিক সার পেয়ে এক নতুন মাত্রায় এসেছে আজ ৷ এই দ্বন্দ্বমন্থনের অমৃত পাওয়ার মতো দেবত্ব সার্বজনীন নয়। ‘বিষকন্যা’ জাত হিসেবে বিষ বিলানোর দায়িত্বে ‘কাঁটাতার ও জোনাকি’। তবে আপনার ভাগের ‘হেমলক দানা’ অকস্মাৎ নয়, বরং সুচেতনে চয়নিত। এই কবিতা পড়লে যেমন মনে হবে ‘ব্যাকরণ মানি না’, তেমনই মনে হবে ব্যথাকাতুরের জবানবন্দীর মতো ভাব এবং বাক্য সবই অসম্পূর্ণ।
আকার : 21.3 (h) x 14 (W) x 1.5 (d)