Kotha Barta Songroho — Bratya Basu
লেখক : ব্রাত্য বসু
পৃষ্ঠা : ১০৩৬
কথাবার্তা মানে নিছকই কথা নয়, তার মধ্যে একটা বার্তা আছে। আর কথা ও বার্তা মিলে একটা শূন্যগর্ভ স্থান পূর্ণ হয়ে ওঠে ভাবনার স্ফুরণে, চিন্তার দ্যোতনায় তখন যখন একের বেশি মানুষ জনমানসে পারস্পরিক উপস্থিতি জ্ঞাপন করে। এই বইয়ে বিভিন্ন সময়ের কথাবার্তা প্রায় দুযুগ ধরে আবর্তিত হয়েছে একজন ব্যক্তিমানুষের নানান উপলব্ধি সাজিয়ে। সেই মানুষটির নাম ব্রাত্য বসু। তাঁর সাথে কথা বলেছেন নানা স্তরের বহু মানুষ। আর প্রত্যেকটি কথাসংগ্রহের কোটরে আছে ব্রাত্যর মনোজগতের নানা বার্তা যা পাঠককে প্রলুব্ধ করবে। সেখানে সময় ও বিষয়ের ক্রিজে দক্ষ স্পিনারের মতো ব্রাত্য একের পর এক ওভার শেষ করে পাঠককে বিষয়বৈচিেত্র্যর ঘূর্ণিজাদুতে সম্মোহিত করাবেন। ব্রাত্য-র কথা সেই স্পিনারের মতো, যিনি হাওয়াতেও বল ঘোরাতে পারেন, পিচ ভাঙার অপেক্ষায় থাকেন না। তিনি মাটিতেও বল ঘোরান আবার হাওয়ার মধ্যে বল ঘোরানোর কৌশলও তাঁর অধিগত। তাই ব্রাত্যর দর্শন, যা তিনি বিভিন্ন সাক্ষাৎ-কারিগরদের কাছে বলেছেন তাকে কোনো নির্দিষ্ট ছাঁচে ফেলা যায় না। মানুষের বিশ্বাস যেমন দেবতার রূপকার তৈরি করে, তেমনি ব্রাত্যর ভাষ্যও শ্রোতাকে টেনে আনে তাঁর দিকে। কোনো ইতিহাস, কোনো ভূগোল সেখানে প্রাচীর হয়ে দাঁড়ায় না। ব্রাত্যর কথা কোনো বাঁধাধরা ভুলভুলাইয়ায় পাক না খেয়ে খুঁজে নেয় অনিবার্য অমোঘ স্পন্দন। যেখানে অন্ধ খুঁজে পায় তার যষ্ঠি, পাঁক খুঁজে পায় তার পদ্ম, জীবন খুঁজে পায় তার উদযাপন। প্রায় আড়াই দশকের ছড়িয়ে-ছিটিয়ে থাকা সেইসব ব্রাত্য-কথা এবার একসঙ্গে, দু-মলাটের মধ্যে।
আকার : 23.6 (h) x 17.7 (W) x 6.3 (d)