E Soboi Nishiddho kotha
লেখক : সুস্মিতা বিশ্বাস
পৃষ্ঠা : 80
নিষিদ্ধ যখন, কেনই বা বলছেন কবি সে কথা? নিষিদ্ধতার ক্যানভাসে তুলি বোলাতে বোলাতে কখনও কি তাঁর মনে হয়, এই ছবি লোকসমক্ষে আসা উচিত? ভেতরের তৃষিত মন, পথ চেয়ে থাকে সেই বৃষ্টির, যার আনন্দ-আঘাতে ভেসে যাবে যত নিষেধ, যত মানা। ডানা ছড়িয়ে উড়ে যাবেন কবি। কোন দূর অন্তরীক্ষে। কিন্তু তিনি জানেন- 'হৃদয়ের অপচয় ভুল, আজও ভুল / ডানারা নির্বাসনে, ব্যথা ছিন্নমূল'। এই ছিন্নমূল ব্যথার কোনো অন্ত নেই। এই অন্তহীন শিকড়ছেঁড়া ব্যথাই তাঁর গোপন প্রহরকে রাখে ভরিয়ে। আর সেই প্রহর খুঁড়তে খুঁড়তেই তিনি পৌঁছে যান সুদূর অতীতের কোনো এক জন্মদিনের ভোরে। 'ভাবতে কি তুমি, আমার জন্মদিনে / আকাশ পাহাড় নদী মাঠঘাট / সমুদ্র দেবে কিনে?' সেই স্বপ্ন পূরণ হয়েছে কিনা, তাও তাঁর অজানা। হয়তো হয়নি। কিন্তু সেই মুখর দিনগুলি সম্ভবত মৃত আজ। স্মৃতির পাতা হাতড়ে দেখা যায়, তাদের শব, এলোমেলো শুয়ে আছে। তাদের কবিমনস্পর্শে বাঁচিয়ে নানান ছন্দে সাজিয়ে দেন তিনি। সুস্মিতা বিশ্বাসের এই বই সেইসব নিষিদ্ধ স্বপ্নের সমাহার।