Sudhindranath Dutta : Jiban O Sahitya
সংকলন ও সম্পাদনা : ধ্রুবকুমার মুখোপাধ্যায়
পৃষ্ঠা : 736
উনিশ শতকীয় রেনেসাঁসের অভিঘাতে এবং ঋদ্ধিশালী মধুসূদনের প্রতিভায় বিষয় ও প্রকরণে বাংলা কবিতার শতাব্দীবাহিত জড়ত্বমোচন। পুরাণের নবজন্মে, ঔপনিবেশিক শাসন নিষ্পেষিত। অপরাজেয় মানবাত্মার আত্মবোধের উদ্বোধন, মহাকাব্যিক নির্ঘোষে, গীতিকবিতার ফুরণে, সনেটের সুমিত বিন্যাসে, ধ্রুপদিবাদ ও কল্পরম্যবাদের সন্নিপাতে, মধুসূদনের আত্মচরিত্রের বহির্মুখিতা ও অন্তর্মুখিতার রক্তাক্ত ক্ষরণে বাংলা কবিতা অপরিমেয় প্রত্যাশা ও অনিঃশেষ নৈরাশ্যবোধে আধুনিকতার মাত্রায় অভিষিক্ত হল। রবীন্দ্রনাথের রোমান্টিক কবিতায় শতমুখী প্রস্রবণের উন্মোচন প্রেম-ঈশ্বর-সমাজ-দর্শন সর্বত্রই রবীন্দ্র কবিতার দীপ্র সংরাগের ভুবনে রবীন্দ্র-প্রভাব মুক্তির সাধনা আর রবীন্দ্র-প্রভাব স্বীকরণের সাধনা একই বৃন্তে প্রস্ফুটিত। সেই দ্বন্দ্বমুখর ভুবনে ‘নিখিল নাস্তির মৌনে সোহংবাদ’ ধ্বনিত করে ‘বিরূপ বিশ্বে মানুষ নিয়ত একাকী’ জেনে সুধীন্দ্রনাথের আবির্ভাব হলেও শেষপর্যন্ত তাঁর মনে হয় ‘মাটিই একান্ত সত্য, আর সব বৃথা বাক্যব্যয়। আত্মসচেতন ও আত্মপ্রত্যয়ী সুধীন্দ্রনাথ, অবিশ্বাসমুখর বা নৈরাজ্যপ্রসূ হলেও আত্মোপলব্ধি অর্জনে স্বনিষ্ঠ বলেই বাংলা কবিতার ভুবনে আশ্রয় গ্রহণ করেন সংযত, যুক্তনিষ্ঠ, নৈয়ায়িক অথচ তীব্র বেগবান অনুভূতির কবিসত্তাকে নিয়ে। সুধীন্দ্রনাথ শূন্যমনস্ক ও মুহূর্তচারী, গণতন্ত্র ও মানবতন্ত্রে শ্রদ্ধাশীল, অথচ গণবিচ্ছিন্ন ও আত্মমুখী। কবিতানির্মাণ কলায় শৈথিল্যবিরোধী, অনুশীলনসিদ্ধ, প্রাচ্য ও প্রতীচ্য ঐতিহ্যসচেতন রূপকারী বিবেকের অধিকারী সুধীন্দ্রনাথ একই সঙ্গে বস্তুবিদ্ধ ও চৈতন্যশ্রয়ী। মেধা ও মননের ঔজ্জ্বল্য-চিহ্নিত সুধীন্দ্রনাথের জীবন ও সাহিত্য সাধনাকে নানাকৌণিক ও নানামাত্রিক দৃষ্টিভঙ্গিতে আলোচনা করেছেন কৃতবিদ্য কবি-অধ্যাপক-সমালোচক প্রাবন্ধিকগণ আলোচ্য সংকলনটিতে। কবিজীবনের নানা বিভঙ্গের বিচূর্ণ বিশ্বাস-অবিশ্বাসের বীক্ষণরূপে। সম্পাদকের নিষ্ঠায়, পরিশ্রমে, অনুরক্তিতে, অধ্যবসায়ে, পরিকল্পনায় আলোচ্য সংকলনটি মননঋদ্ধ সুধীন্দ্র-সমালোচনার দিক্নির্দেশক গ্রন্থরূপে বিবেচিত হবে।
আকার (cm) : 16.4 (l) X 24 (b) X 3.7 (h)