Heyalir Chondo
লেখক : দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়
পৃষ্ঠা : 136
ঢেকে ছেপে হেঁয়ালি ক’রে কথা বলার চল দুনিয়ার সর্বদেশে, তার পিঠেই রয়েছে সে হেঁয়ালি ভাঙানোর মজা। অনেক সময়েই ব্যাপারটা হাসাহাসির, কখনও হয়ে ওঠে শুধু ভয়-ছমছমে- যখন সরোবরপাড়ের বকপাখি যুধিষ্ঠিরকে হেঁয়ালি ভাঙাতে বলে পানজল স্পর্শ করার আগে, কিংবা মানুষমাংসলোভী দানবী স্ফিংকস হেঁয়ালির জবার চায় রাজপুত্র অয়দিপসের কাছে। সর্বদেশের কবিরাও অনেক সময়েই কথা বলেন হেঁয়ালির ছন্দে তারঅনেকটা রঙিন কথা, খানিকটা কেবল জট- পাকানো, মেধার পরীক্ষা। সারা দুনিয়ার সর্বত্র দেশের প্রসিদ্ধ সব হেঁয়ালি নতুন করে ছন্দে বিনিয়ে তোলা হয়েছে এ বইয়ে লোকশ্রুতি থেকে অথবা খ্যাতিমান লেখকদের লেখা থেকে নিয়ে, হেঁয়ালির হাজারটা রকমফেরও সাজিয়ে দেওয়া হয়েছে পরপর যেমন রঙিলা কবিতার তারা দৃষ্টান্ত তেমনই শিক্ষাপ্রদ। কিশোর ছেলেমেয়ের অনাবিল খুশির বই এই ‘হেঁয়ালির ছন্দ’।
আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1.3 (h)