School Bolte Tomake Bujhi
লেখক : জাহানারা পারভীন
পৃষ্ঠা :
মহাকাব্যিক দ্যোতনার মধ্য দিয়ে মহাবিশ্বের সঙ্গে ‘আমি’ সত্তার যে সংশ্লেষ স্থাপনের চেষ্টা, নিজস্ব কাব্যভাষায় তার সার্থক উপস্থাপন ‘স্কুল বলতে তোমাকেই বুঝি’ বাস্তব-পরাবাস্তব-অধিবাস্তবের এক অদ্ভুত মেলবন্ধন। পারিপার্শ্বিক সমাজ বাস্তবতার বাঁক বদলের মতোই কবি তাঁর আগের কাব্যগ্রন্থ থেকে অনেকটাই আলাদা। প্রতীচ্য ও প্রাচ্যের নানা প্রসঙ্গ-অনুষঙ্গের অবতারণার ভেতরে থেকেও ভুলে যাননি তাঁর আপন সংস্কৃতি-ঐতিহ্য ও স্থানিকতা। ঠিক এইখানেই কবির স্বাতন্ত্র্য স্পষ্ট। সেই স্বাতন্ত্রই প্রকাশ পায় ‘আগুনের জুতো পায়ে বরফে হেঁটে যাওয়া পথিকরা কোথায় যায়’ অথবা ‘বাদামের খোসায় ঘুমিয়ে থাকা পিঁপড়ের স্বপ্নে কীভাবে আসে চিনিকল’ পঙক্তিগুলোতে। তাঁর চিত্রকল্প তৈরি করে এক ঘোর লাগা কাব্যবিশ্ব। সেই জগতে একবার প্রবেশ করলে আচ্ছন্ন হতেই হয়। হে পাঠক, আপনার সাদর আমন্ত্রণ সেই কাব্যভুবনে।
আকার (cm) : 14 (l) X 22 (b) X 1 (h)