Srestha Kabita
লেখক : জয় গোস্বামী
পৃষ্ঠা : 480
‘হৃদি ভেসে যায় অলকানন্দা জলে / অতল, তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে / হৃদি ভেসে গেল অলকানন্দা জলে'। বাংলা কবিতার বর্তমান অবস্থান এবং তার ভবিষ্যৎ নিয়ে বিস্তর কথাবার্তা চলে অবিরত। কেউ কেউ যেমন অত্যন্ত আশাবাদী, তেমনই অনেকেই মনে করেন, জীবনানন্দ দাশ পরবর্তী পর্যায়ে বাংলা কবিতায় গর্ব করার মতো তেমন স্বর বড় অস্বস্তিকর রকম কম। হ্যা, প্রায় সবকটি আলোচনাতেই কিন্তু স্বীকার করে নেওয়া হয় ব্যতিক্রম অবশ্যই আছে। এই ব্যতিক্রমীদের মধ্যেই বাংলা কবিতা-আকাশের উজ্জ্বল নক্ষত্র কবি জয় গোস্বামী। অভিজ্ঞতা ও আশ্চর্যজনক সূক্ষ্ম অনুভূতির মিশ্রণে তাঁর কবিতা শুধু যে আমাদের মুগ্ধ করেছে, আপ্লুত করেছে, তেমন নয়। প্রায়শই তাঁর উচ্চারণ আমাদের চেতনাজগৎকে তোলপাড় করেছে। যন্ত্রণাবিদ্ধ হয়েছি আমরা। যন্ত্রণা-নেশা বয়ে গেছে রক্তস্রোতে। আমরা ঋণী থেকেছি তাঁর কাছে, বারবার। ধ্বংসের গান, প্রলয়ের সুর, প্রেম-অপ্রেম, বিচ্ছেদ-নিঃসঙ্গতার কথা তিনি বড় মায়াময় ভাষায় বুনে যান কবিতা-শরীরে। তাঁর কবিতা-অভিযানে সঙ্গী হয়ে বারবার মহা জাগতিক বিস্ময়ের মুখোমুখী হয়েছি আমরা। জয়ের 'শীতের সনেটগুচ্ছ' প্রকাশিত হয় ১৯৭৭ সালে। সেই তাঁর অভিযান পর্বের শুরু। নানা জটিল আবর্তে চলতে থাকে তার পরিক্রমা। নানা বাঁকে ঘুরতে থাকে তাঁর কবিতাধারা। অভিজ্ঞতা থেকে কবিতারই জন্য প্রতিনিয়ত সংগ্রহ করেন। অসম্ভব দ্যুতিময় ম্যাজিক আলো। যে আলো বাংলা কবিতাকে উপহার দেয় নতুন ঐশ্বর্য। সমকালীন বাংলা কবিতায় জয় গোস্বামীর অবদান ঘিরে আমাদের বিস্ময়ের সীমা নেই। জয় গোস্বামীর অগণিত পাঠকের কথা মনে রেখে প্রকাশিত হল তাঁর ‘শ্রেষ্ঠ কবিতা'।
আকার (cm) : 13.9 (l) X 21.6 (b) X 2.6 (h)