লেখক : জয় গোস্বামী পৃষ্ঠা : 176 সাধারণ সব মানুষ। তাদের সাধারণ জীবন। তবু তারই মধ্যে কারও ভেতরে জন্মেছে গান। কারও ভেতরে অভিনয় শিল্প। কারও মধ্যে নির্দেশনার কল্পনাশক্তি। জন্মাচ্ছে, এবং কখনই চিহ্নিত হয়ে উঠছে না। মিলিয়ে যাচ্ছে দুর্ভাগ্যময় জীবনের চাপে। দুর্ভাগ্য ও তার রূপ সহ্য করতে করতে ধ্বংস হয়ে যাচ্ছে মানুষ। যাদের মধ্যে তত শিল্পের উন্মেষ নেই, এবং, নিতান্ত সাধারণ জীবনও, অবরুদ্ধ বাসনার আগুনে, আরও নানা দুর্দৈবের আঘাতে চূর্ণ চূর্ণ হয়ে যাচ্ছে। সেইসব মানুষের মুখচ্ছবি ধরা আছে এই বইয়ের ছোটো ছোটো লেখায়। |