Jekhane Bichched লেখক : জয় গোস্বামী পৃষ্ঠা : 100 ‘এই পৃথিবীতে, পৃথিবীর বাইরেও আমার জীবদ্দশায় যা কিছু ঘটছে, ঘটবে, সবই আমার আত্মজীবনী’- অন্য একটি গদ্যগ্রন্থে এমনি জানিয়েছিলেন কবি জয় গোস্বামী। তাঁর কবিতা এবং গদ্যে বারবার ঘুরে ফিরে এসেছে মানবিক সম্পর্কের টানাপোড়েন, আলো-আঁধার, প্রেম-অপ্রেম, নিঃসঙ্গতা এবং ব্যর্থতাবোধের কথা। কবিতাকে তিনি অনায়াস দক্ষতায় নিয়ে যেতে পারেন সর্বত্র। ‘যেখানে বিচ্ছেদ’ কাব্যনাট্যটিতে রয়েছে অনুভূতিময় এক কবির বিষাদ-ঘন জীবনের মরমি আখ্যান। কাব্যনাট্যটিতে মূল চরিত্র তিনটি। অসমবয়সি এক তরুণীর সঙ্গে কবির সম্পর্ক ঘিরে ঘনিয়ে ওঠা সামাজিক মেঘের গর্জনের মধ্যেই এই নাট্যে উপস্থিত হয়েছেন কবির প্রাক্তন প্রেমিকা। এই নাট্যের শুরুতে জয় জানিয়েছেন, ‘সে এখন নিজের ভিতরে ঢুকে বন্ধ হয়ে থাকা / এক প্রাণী / তার পুরো কথা আমরা কখনও জানব না-/ এসো, আজ একটু একটু জানি।’ |