|
6ti Golpo O Ekti Purnaygao Natok লেখক : মারিও ভার্গাস ইয়োসা / অনুবাদ : জয়া চৌধুরী পৃষ্ঠা : 88 ‘লাতিন আমেরিকান বুম’ শব্দ কটি গড়পড়তা বাঙালি তত না জানলেও আগ্রহী পাঠকদের কাছে তা অপরিচিত নয়। আর এই যুগের সাম্প্রতিকতম আলোচনার শীর্ষে রয়েছেন মারিও ভার্গাস ইয়োসা, সৌজন্য ২০১০ সালের তাঁর সাহিত্যে নোবেল পদক প্রাপ্তি। তিনি লেখক, নাট্যকার, গল্পকার, প্রাবন্ধিক তো বটেই আবার সেইসঙ্গে রাজনীতিবিদও। নোবেল পুরস্কার প্রদানের সময় তাঁর সম্পর্কে সুইডিশ আকাদেমি বলেছিল-“তাঁর ক্ষমতা’কে মানচিত্রের মতো নিখুঁত বর্ণনা এবং ব্যক্তির প্রতিবাদ, প্রতিরোধ ও পরাজয়ের সঠিক বর্ণনার জন্য এই পুরস্কার।” বর্ণময় এই মানুষটি নিজের দেশেও প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছিলেন, যদিও সামান্য ব্যবধানে। পরাজিত হন শেষপর্যন্ত। ‘লা সিউদাদ দে লোস পেররোস’, ‘লা কাসা ভের্দে’, ‘কোনবেরসাসিওন এন লা কাতেদ্রাল’ ইত্যাদি উপন্যাসগুলি অত্যন্ত পাঠক সমাদৃত ও পুরস্কৃত। পাশাপাশি তাঁর নাটকগুলিও অত্যন্ত পাঠক আনুকূল্য লাভ করেছে। তবু তার ফাঁকে ফাঁকে লেখা কটি ছোটোগল্পও কম বিখ্যাত নয়। এখানে সেইগুলিই অনূদিত হয়েছে এবং তার দেশে অত্যন্ত সমাদৃত একটি নাটকও ‘তাকনা শহরের সেই মেয়েটি’ সম্ভবত ভারতীয় কোনো ভাষায় এই প্রথমবার অনূদিত ও মুদ্রিত হল। |