Chalachchitrer Abirbhab
লেখক : জগন্নাথ চট্টোপাধ্যায়
পৃষ্ঠা : 176
চলচ্চিত্র মাধ্যমটি একদিনে আসেনি। এর জন্ম-পূর্ব প্রেক্ষাপটটির ইতিহাসও রোমঞ্চকর। কীভাবে ধাপে ধাপে কেবলমাত্র মনোরঞ্জনের জন্য ‘ছায়াচিত্র প্রদর্শনী’ থেকে শুরু হয়ে, আজকের সবচেয়ে শক্তিশালী শিল্প-মাধ্যম চলচ্চিত্র হয়ে উঠল তার ইতিহাস অনুসন্ধান এবং তা ক্রম-অনুযায়ী সাজানো বাস্তবিকই দুরূহ শ্রমসাধ্য ব্যাপার। মানুষের আকাঙক্ষা-স্বপ্ন এবং তা বাস্তবায়িত করার জন্যে নিরলস প্রচেষ্টার এই ধারাবিবরণী গোয়েন্দা গল্পের চেয়ে কম রোমাঞ্চকর নয়। কারণ এর মধ্যেও জড়িয়ে আছে, তঞ্চকতা, মিথ্যাচার, বঞ্চনা, হতাশার হাহাকার। এর সঙ্গে যুক্ত রয়েছে ক্রম-বিবর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপট, যা ক্রমাগতভাবে প্রভাব ফেলে চলেছে এই শিল্প (Art & Industry) মাধ্যমটির যান্ত্রিক এবং শৈল্পিক পরিকাঠামো, প্রতিবেদন, পরিবেশনার ওপর। প্রকাশের সঙ্গে সঙ্গে জাতীয় পুরস্কার (National Award) প্রাপ্ত এই বইটির পরিবর্ধিত, পরিমার্জিত সংস্করণটি সব শ্রেণির পাঠকের কাছে পৌঁছে দিতে পারাটাও একটা সামাজিক দায়িত্ব পালন।
আকার (cm) : 14 (l) X 21.5 (b) X 1.5 (h)