Krushifayed
লেখক : শুভেন্দু সরকার
পৃষ্ঠা : 64
কবি বলেছিলেন, এভরি থার্ড থট ইজ মাই কিলার। (ছড়ার বই) কী আশ্চর্য বিষয় শুভেন্দু সরকারের এটি তৃতীয়। সেই সঙ্গে কবি কথার প্রতিধ্বনি করে দেখতে পাই ও বইয়ের নামও- ক্রুশিফায়েড। না, কবি ক্রুশে ওঠেননি। বরং তিনি ক্রুশে তুলেছেন এই সমাজ -এই সময় – এ মুহূর্তের রাজনীতিকে। হ্যাঁ রাজনীতিকদেরও। তাঁর ছড়ায় ছত্রে ছত্রে শ্লেষব্যঙ্গ-বিদ্রুপ। আর সমস্ত কিছুর পেছনে রয়েছে এক চরম সত্য। যে সত্য পাঠক এ বই হাতে নেওয়া মাত্র পাতা উল্টোতে উল্টোতেই টের পাবেন। বইয়ের প্রচ্ছদ থেকে অঙ্গসজ্জা- সর্বত্রই পরিচ্ছন্ন ভাবে উপস্থিত কবি- মানসিকতা। যে মানসিকতা জানায় মার্ক্স অথবা লেনিন, বামফ্রন্ট থেকে বিজেপি—সবই ছড়ার বিষয়। ছন্দ। ছন্দ ভাণ্ডার। নিমাণ কিম্বা বিনির্মাণ। সবেতেই সিদ্ধহস্ত এই কবি মনে করেন ছড়া কোনও আলাদা বিষয় বলে বিবেচিত হতে পারে না। আসলে ছড়াও মূল স্রোতের কবিতা। যে কবিতা শুধুই অনস্তিত্ব নয়। বরং অস্তিত্ব বাঁচিয়ে রেখেই, সারাক্ষণ মানুষের সমাজের কথা বলে তাকে শিল্পের সেই উচ্চতায় নিয়ে যাওয়া। যখন পাঠক একদিন একে মেনে নেবে ‘ধর্মগ্রন্থ’ বলে।
আকার (cm) : 16.2 (l) X 21 (b) X 1.5 (h)