Ek Je Chhele
লেখক : দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় (ছবি: গণেশ পাইন)
পৃষ্ঠা : 136
পৃথিবী প্রাচীন হয়। কিন্তু দামাল এই শিশু ভোলানাথের সরগরম হুল্লোড় পুরোনো হয় না কখনও | তাদের হাজারও দস্যিপনা এখানে ছড়ায় ছড়ায় বাঁধা পড়ল। সরস ভঙ্গিমায় অসামান্য বাঁধুনিতে যাদের ছবি আঁকা হল এখানে, তারা কি একজন? নাকি কবি লিখছেন— ‘বাগমারিতে থাকতে এল কাগমারা এক খোকা। / দেখতে বটে ল্যাগব্যাগানো, একটু বটে রোগা। / হলে কী হয় গুলতি হাতে/ যেই সে বেরোয় বারান্দাতে / বাঘডোরা তার গেঞ্জি দেখে সাত-পাড়া লোক ধোঁকা!’ –এমনই সব শৈশব যারা লড়ে যাচ্ছে হারানো মাঠ, ফোরানো আমবাগান আর ফেরারি এক্কাদোক্কার ছককাটা কোর্টের ঘরে ফেরার দাবিতে প্রতিদিন যারা কল্পনায় ঘোড়া ছুটিয়ে আজও যায় আর্তকে উদ্ধার করতে, যারা কঠিনতম রাক্ষসের সামনে বুক চিতিয়ে দাঁড়ায় নির্ভয়ে, যারা শাসন কাটে, নিয়ম ভাঙে—সেইসব আদি বিদ্রোহী, বীর সাহসী ক্ষুদেদের কথাই ধরা থাকল এখানে।
আকার (cm) : 12.5 (l) X 18.5 (b) X 1.5 (h)