Icche Meye
লেখক : চিত্রা লাহিড়ী
পৃষ্ঠা : 64
‘আমার একটা নিজস্ব ভাষা থাকলে যে কথা তোমায় দিয়েছি ফিরিয়ে নিতাম। আমার একটা নিজস্ব গতি থাকলে যে কথা তুমি দিয়েছ ফিরিয়ে দিতাম। এই সময়ে বাংলা কবিতা চর্চায় যাঁরা আলোচিত নাম, তাঁদেরই অন্যতম কৰি চিত্রা লাহিড়ী। দীর্ঘ সময় কবিতা চর্চায় নিমগ্ন তিনি। ইতিমধ্যে তৈরি হয়েছে তাঁর নিজস্ব একটি পাঠক-জগৎ | কবিতার পাশাপাশি বাংলা সংস্কৃতির বিভিন্ন ধারার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। তবু তাঁর প্রথম ভালোবাসার ক্ষেত্রটি কবিতা। রোমান্টিক ভাবনার কবি চিত্রা। নিঃসঙ্গতা ও বিষাদ কখনো কখনো তাঁর কবিতাকে ভিন্নতর এক মাত্রায় পৌঁছে দেয়। মেয়ে জীবনের স্বপ্ন, সফলতা, সার্থকতার পাশাপাশি ঘন এক মেঘ জমে থাকে তাঁর কবিতায়। ভোরের মেয়ে তাঁর কবিতায় জানায়, জলের কী কোনো ভোরবেলা আছে/ অথবা সংযত বন্দর/ এসব ভাবনায় ভোরের মেয়েটি/ আপনার খোঁজে জল তোলপাড় করে। আপাত সহজ সরল ভঙ্গিমায় তাঁর কবিতা ছুঁয়ে যায় অনুভবী পাঠকের হৃদয়স্থল। উচ্চকিত নয় তাঁর স্বর, তবু তাঁর উচ্চারণে কখনো কখনো অভিমানের সঙ্গে ধ্বনিত হয় দ্রোহ। ‘ইচ্ছেমেয়ে’ শিরোনামে চিত্রার উচ্চারণ, ‘তোমার সঙ্গে আগুননীলে ডুবছে। এখন মেয়ে/ নীলের ভেতর অতল নীলে খেয়া ভিড়ছে না/ ইচ্ছে মেয়ে সরছে তবু পাড়ে ফিরছে না।’
আকার (cm) : 14 (l) X 22 (b) X 1.3 (h)