Jiban Aamader লেখক : গণেশ ঢোল পৃষ্ঠা : 112 গণেশ ঢোলের জন্ম ১৯৬২ সালের ১৭ই ডিসেম্বর, খড়গপুরে। বি.ই. কলেজ, শিবপুর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করেন। বেশ কিছু চাকরি বদল করে বর্তমানে ও এন জি সি-তে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার পদে কর্মরত। ইংরাজি কবিতা ছাপা হয়েছে টাইমস অব ইন্ডিয়া, রাষ্ট্রীয় সাহারা, পোয়েট্রি সোসাইটি (ইন্ডিয়া)-র জার্নালে। লেখকের এটিই প্রথম উপন্যাস। টনি গোমসকে ড্রাগ নেওয়ার জন্য যখন পুলিশ মারতে মারতে ভ্যানে তোলে তখন তিতাস পেয়ে যায় তার কবিতার প্রথম লাইন। বি ই কলেজে ইঞ্জিনিয়ারিং পড়তে এসে ও সার বুঝে গিয়েছিল-কলেজের ডিগ্রিটা ছাড়া আর কিছুই কাজে লাগবে না ওর। মৈনাকের কাছে পড়াশোনা করাটা শ্বাস-প্রশ্বাসের মতোই স্বাভাবিক। কিন্তু এক অসুখী শৈশব তাড়া করে বেড়ায় তাকে সবসময়। গৌতম জানে টিকে থাকতে হলে ভালো রেজাল্ট করতেই হবে। শিঞ্জিণী পছন্দ করে না তার মাকে। ভাইয়ের আত্মহত্যা তাকে দাঁড় করিয়ে দেয় এক জটিল সত্যের সামনে। অনেকটা পথ হেটে এসে তিতাস আবিষ্কার করে এক ‘এক্সপ্লোসান অব মিথ’, যা তার আজন্মলালিত ধ্যানধারণাকে নাড়িয়ে দেয়। চারজনের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি এই উপন্যাসে ভিন্ন ভিন্ন। এই ভিন্নতার অন্তর্দেশে ডুব দিয়েই ‘জীবন আমাদের’ এক অসাধারণ মরমী উপন্যাস। |