Paraffin Chhayar Bandar
লেখক : খোকন বসু
পৃষ্ঠা : 80
ওপরে নিম্বাস মেঘের নিঃশ্বাস... নিচে জলঘোড়াদের ডাক শুনে উথালপাথাল ঢোলসমুদ্রের জল... কখনো স্বপ্নের ফিন পোলারিশ ভাসছে জলে... কখনো কনটিকি চলেছে অভিযানে... কখনো আদি কোষের মিওসিস খুঁজতে যাচ্ছে বিউগল জাহাজ... একদা অনার্য শ্লোক শুনে ডেকে উঠছে বন্দরের অরোরা... অথবা ডোডোহত্যার পরিবর্তে গর্বের টাইটানিক ডুবে যাচ্ছে আত্মহত্যায়... সব জাহাজই সমুদ্রের ওপারে যেতে পারে... সব জাহাজই কি কলম্বাসের জানালা খুলে দেয়... গল্পকথা আর স্বপ্নদেখার ভেতরে পরাবাস্তবতার ছায়া পড়ে জলে... জাদুর মায়ায় ডুবে যায় জাহাজ ও সমুদ্র... সব জাহাজই সমুদ্রের স্বপ্নপালিত সন্তান... তুমুল প্যারাফিন লণ্ঠন ঠোঁটে ঝুলিয়ে ম্যাজিক সমুদ্রের ওপর দিয়ে উড়ে যায় স্বপ্নের পাখিরা... সাগর থেকে ফেরা সিংগুলারিটি থেকে ফেরা যতো নুন কবিতার পাঠ তারা জড়ো করে হারানো ফোকাস খুঁজতে... মূচ্ছিত সেরেনাদ খুঁজতে... প্রবাল দ্বীপ খুঁজতে... খুঁজে খুঁজে কি পেয়ে যায় ডলফিনের ভোর বা চন্দনকাঠের বোতাম বা কফি সমুদ্রের পেয়ালা... তবু মেঘভাসান যাবার পথে একরত্তি ফুল্ল মধুমাস... তবু বন্দীদ্বীপের গভীরে তিনভাগ সমুদ্রের জলে ভেসে যায় সমুদ্রের আশ্চর্য জলযান... জলে জলে নুন জলে জলেস্থলে যেন এক গন্ডোয়ানাল্যান্ড কবেকার... যেন শুভ কামনায় যতো মৎস্যকন্যারা জলে জলে তাদের প্রদীপ ভাসায় প্রতিদিন...
আকার (cm) : 14.3 (l) X 22 (b) X 1.2 (h)