Miynao
লেখক : কৌষিকী দাশগুপ্ত
পৃষ্ঠা : 64
কলেজ স্ট্রিটের অন্ধকার গলিতে বসে তিন কবি ফিশফিশ করে আলোচনা করছিলেন। আমি উঁকি মেরে ডাকলাম ‘মিয়াঁও'। তিন কবিই মুখ ঘুরিয়ে তাকালেন। তারপর ঘচাং ফু। বোঝদার লোক দেখলেই মিয়াঁও করি, না করে উপায় থাকে না। যে যুগের যা ধর্ম। হদ্দ গ্রাম থেকে হোয়াইট হাউসের সামনে গিয়ে দাঁড়াই, দুঃখী মধ্যবিত্তের রান্নাঘরে হানা দিই আবার ইচ্ছে হলে মন্দাক্রান্তা ভেঙে ছাড়খার করি। এমনটাই চলছিল, হঠাৎ চেয়ে দেখি আরও অনেকে আমার পিছু নিয়েছে। ওরা বাংলা কবিতার পিছড়েবর্গ। ওরাও ইলিশ খেতে চায়। অগত্যা ওদেরকেও সঙ্গে নিলাম। সবাই মিলে তেড়েফুড়ে ‘মিয়াও’ করব ভাবছি, তার আগেই শুনতে পেলাম হালুউউম। আর্তনাদ নয়, হাড়হিম করা গর্জন। আমার এবং আমার মতো আরও অনেকের। দেখুন ভাই আমার দ্বারা রেভোলিউশন- টেভোলিউশন হবে না। হক্কলরব হবে না। আমার আছে মাত্র দুটো জিনিস। একটা টুথব্রাশ, একটা চিরুনি। আমি ইতিহাসের আমবাগানে, জামবাগানে ঘুরে বেড়াই। আম কুড়োতে গিয়ে যেই বৃষ্টিতে ভিজে উঠে দাঁড়ালাম, দেখি সামনে নেফারতিতি। আমি নেফারতিতির চুলটা আঁচড়ে দিলাম আর তালাক খাওয়া বউকে নিয়ে গঙ্গাতীর থেকে উড়ে গেলাম সিলিকনভ্যালির দিকে। আমার নামের বানানটা একটু মনে রাখবেন, কৌ, তারপর যি, তারও পর কী।
আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1 (h)