Chor O Onyano Natak লেখক : কৌশিক সেন পৃষ্ঠা : 160 সময়টা প্রতিদিন অস্থির হচ্ছে। পৃথিবীটা শেষ কবে স্বস্তির নিশ্বাস ফেলেছে মনে পড়ে না। প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা আর ইনহেলারের হাঁপানিতে শ্বাস নিতে নিতে ক্ষয়ে যাচ্ছে আমাদের অস্তিত্ব। এই গ্রহণ-লাগা কালবেলার মানুষদের নিয়েই সময়ের খেলাঘরে ঘটনা জমতে থাকে। সেইসব টুকরো সংলাপ আর দৃশ্যের কোলাজে ফুটে ওঠা খণ্ড জীবনের আখ্যানগুলি আমাদের কাছে ভাবনার অবসর দাবি করে। দাঁড় করায় আমাদের সামঞ্জস্যহীন স্ব-স্ব-প্রতিবিম্বের সামনে। সেইসব মুখ ও মুখোশ নিয়ে এখানে সাজানো হয়েছে চারটি নাটক। যাদের মধ্যে মিল একটাই, তা হল সংকট। নিজের থেকে পালানো, আপ্রাণ বাঁচতে চাওয়া, অনুভব হারিয়ে ফেলা, একঘেয়েমির নাছোড়বান্দা প্রলাপ, পরিত্রাণ চাওয়া, সমে ফেরার প্রাণান্তকর প্রয়াস এসব নিয়েই টুকরো ছবিরা ক্রমে সমগ্র এক বেঁচে থাকার ধারাভাষ্যকে বাঙময় করে তোলে। পাঠক খুঁজে পায় নিজেকে এইসব কুশীলবের আড়ালে। আর পড়তে পড়তেই চোখে পড়ে, আমাদের ফেরারি বিবেক আর পথ হারানো স্বপ্নেরা কখন যেন মুচকি হেসে আমাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছে দূরে, একাকিত্বের মধ্যে আমাদের একলা ফেলে। |