Tarminase Dariye Ache Jom
লেখক : কৌশিক মুখোপাধ্যায়
পৃষ্ঠা : 80
কৌশিক মুখোপাধ্যায়ের কবিতা পড়লেই বোঝা যায় যে কবি শঙ্খ ঘোষ এই তরুণ কবির কাছে ঈশ্বরের মতো। সমস্ত রকম সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানান এই কবি, কিন্তু প্রতিবাদকে কীভাৰে কবিতা করে তুলতে হয় তা-ও এই কবি ভালোই জানেন। ‘চাইছি না তার বাঁচতে আমি একটুও / কিন্তু আমায় মরতে এখন দিচ্ছে কে / সাহস যদি দাও তুমি সব পালটে দিই / বলবে না তো তখন আমায় মাওবাদী?’— এই সময়ের সব তরুণের হয়ে যেন কথা বলেন এই কবি। কবিতাগুলি এক-একা পড়েই যে শুধু ভিতরে-ভিতরে সমস্ত অন্যায় আর বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়াবার এক সত্যিকারের সাহস জেগে ওঠে তা-ই নয়, সকলকে শুনিয়ে-শুনিয়ে পড়তেও খুব ইচ্ছে করে ‘গুলিয়ে যাচ্ছে কোনটা আমি/ কোনটা ভালো, কোনটা চাই/ জোর করে যা গিলিয়ে যাচ্ছ / অনিচ্ছাতেও গিলছি তাই।’ বিশেষ কোনো রাজনৈতিক দলের হয়ে যে এই কবি কথা বলেন তা নয়, তিনি সব সৎ ও বিবেকবান মানুষের মনের কথাকে কবিতার মাধ্যমে নিজের কথা করে তোলেন ‘বলব না, কোনো চ্যানেলেই কিছু বলব না- রংচঙে খবরের স্রোত- / আগে তুমি নিরপেক্ষ হও / তারপর জানাব মতামত।’
আকার (cm) : 14.3 (l) X 22 (b) X 1.2 (h)