Natyavabitabya O Rabindranath
লেখক : কুমার রায়
পৃষ্ঠা : 144
‘ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, এ ছায়া বাংলা থিয়েটারের অঙ্গনে’। বাংলা থিয়েটার এবং তার অতীত-বর্তমান-ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন সময়ে বহু লেখালেখি করেছেন বিখ্যাত নাট্যব্যক্তিত্ব কুমার রায়। বহুরূপী নাট্যদলটির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি রবীন্দ্ৰনাটক নিয়ে তার অবিস্মরণীয় গবেষণা বারবার আমাদের মুগ্ধ করেছে। ঋণী থেকেছি আমরা তাঁর কাছে। এই গ্রন্থেই তিনি জানিয়েছেন, ‘একথা সত্য যে এদেশেও কালের অগ্রগতির সঙ্গে নাট্যাভিনয় পালটেছে। সব সময় তা সুখকর না হলেও সমাজ সচেতনতার লক্ষণ ক্রমশই পরিস্ফুট হয়েছে’। নাটককার, নাট্য-পরিচালক, অভিনেতা পরিচয়ের পাশাপাশি নাটক বিষয়ে তাঁর অবিস্মরণীয় প্রবন্ধ ও আলোচনাগুলির জন্যও তিনি বাংলা নাট্যজগতের ইতিহাসে উল্লেখযোগ্য একটি নাম। আলোচ্য গ্রন্থটিতে বাংলা নাটকের নানা দিক, নানা সমস্যা, অতীত-বর্তমান নিয়ে তথ্যভিত্তিক আলোচনা করেছেন তিনি। রবীন্দ্রনাথের নাট্যভাবনা এবং রবীন্দ্রনাটক নিয়ে রয়েছে অত্যন্ত জরুরি কয়েকটি প্রবন্ধ। রবীন্দ্রনাথ ও আধুনিক চেতনা, রবীন্দ্রনাট্যচর্চার ভূমিকা, রবীন্দ্র-নাট্য প্রযোজনা: বাধা ও বহুরূপী, রবীন্দ্র-নাটকের অভিনয়রীতি, রবীন্দ্ৰনাটক ও মঞ্চ শিরোনামে প্রবন্ধগুলির পাশাপাশি কুমার রায়ের প্রবন্ধ সংকলনটিতে থাকছে বাংলা থিয়েটারের একটি ইতিহাস-রূপরেখা। নাট্য-অনুরাগী, মনস্ক পাঠকদের কাছে বইটি অবশ্যই সংগ্রহযোগ্য হয়ে উঠবে।
আকার(cm) : 14 (l) X 22 (b) X 1.5 (h)