Ei Achi Ar Ki
লেখক : কুণাল দাশ
পৃষ্ঠা : 56
'এমন হওয়া নেই যে ঢেউ তুলবে/ এমন আলো নেই যাতে ঝিকমিক করবে/ বিষাদ আমার গভীরে এমন শিকড় গাড়ছে' । কবি কুণাল দাশ এর 'এই আছি আর কি’ নামকরণের মধ্যেই ইশারা রয়েছে মন খারাপের। তবে এই মন খারাপের কথা কবিতায় ধরেছেন। মায়াময় এক জাদু-সংগীতের মতো। স্বল্পভাষী তিনি, অন্তত কবিতায়। দৈনন্দিন ব্যবহৃত শব্দাবলি থেকেই তিনি তাঁর কবিতার জন্য শব্দচয়ন করেছেন। অথবা বলাই যায় স্বতঃস্ফূর্তভাবেই শব্দরা এগিয়ে এসেছে কবির কাছে। যন্ত্রণাবোধ এবং প্রবল এক অস্থিরতা তাঁর কাব্যের অন্যতম শক্তি। ‘নাছোড়বান্দা’-য় তিনি জানিয়েছেন, ‘এমনিতে গোবেচারা- ওপর- ওপর দেখলে/ বোঝা যায় না এমন গোঁয়ার গোবিন্দ- মাথা গুঁজে/ হাল টানে - শিং দিয়ে ঢালু মাটি খুঁড়ে চলে— বাগে পেলে/ থামতেই চায় না তার নাম মনখারাপ ঘুসঘুসে জ্বরের মতো/ সে আমার ভিতরে ভিতরে রয়েছে। গভীর গভীরতর প্রদেশ থেকে ঘনঘোর মেঘের ভাষায় কথা বলেন তিনি, যে ভাষা অনুভূতিসম্পন্ন মানুষের চেতনায় বিপন্নতাবোধের দোলা দিতে পারে। গতানুগতিক হাওয়ায় হারিয়ে যাবার নয় ‘এই আছি আর কি’।
আকার (cm) : 14.2 (l) X 22 (b) X 1 (h)