Black Boy লেখক : রিচার্ড রাইট / অনুবাদ : কবীর চৌধুরী পৃষ্ঠা : 105 বাংলাদেশের শীর্ষস্থানীয় অনুবাদক, দেশে-বিদেশে খ্যাতিমান প্রাবন্ধিক, শিক্ষাব্রতী, সংস্কৃতিকর্মী এবং সুশীল সমাজের অন্যতম নেতা কবীর চৌধুরীর জন্ম ১৯২৩ সালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়। থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও এম.এ. পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেন (১৯৪৩-৪৪); মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা স্টেট ইউনিভার্সিটিতে ফুলব্রাইট বৃত্তিধারী হিসাবে মার্কিন সাহিত্য অধ্যয়ন করেন (১৯৫৭-৫৮) এবং সাদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে মাস্টার ডিগ্রি লাভ করেন(১৯৬৪-৬৫)। কবীর চৌধুরী অধ্যাপনা করেছেন ঢাকা কলেজ ও রাজশাহী কলেজে, অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন বরিশাল ব্রজমোহন কলেজ ও ময়মনসিংহ আনন্দমোহন কলেজে এবং অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে। আনুষ্ঠানিক অবসর গ্রহণের পর তিনি এখন সেখানে খণ্ডকালীন শিক্ষক হিসাবে কাজ করছেন। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার পূর্বে তিনি বাংলা একাডেমির প্রধান, স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় শিক্ষা কমিশনের সদস্য সচিব এবং বাংলাদেশ সরকারের শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ে সচিব রূপে কাজ করেন। ১৯৯৮ সালে তিনি বাংলাদেশের জাতীয় অধ্যাপক পদে বৃত হন। ইংরেজি, আমেরিকান, ফরাসি, জার্মানি, রুশ সহ বিভিন্ন ভাষার অনেক শ্রেষ্ঠ সাহিত্যকর্ম তিনি বাংলায় অনুবাদ করেছেন। তা ছাড়া বাংলাদেশের বেশ কিছু শ্রেষ্ঠ সাহিত্যকর্ম তিনি ইংরেজিতে অনুবাদ করেছেন। তাঁর মৌলিক ও অনুদিত প্রকাশিত গ্রন্থের সংখ্যা দেড়শো ছাড়িয়ে গেছে। তিরাশি বছরে পৌছে তিনি এখনও নিরলস সাহিত্য চর্চায় ব্যাপৃত। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বহু পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। এর মধ্যে রয়েছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা দিবস পুরস্কার ও ভারতের উইলিয়াম কেরি পুরস্কার। তাঁর স্ত্রী মেহের কবীরও একজন শিক্ষাবিদ ও সুঅনুবাদক। |