Abismaraniyo Michael Ke লেখক : জে এম কোয়েৎসি / অনুবাদ : কবীর চৌধুরী পৃষ্ঠা : 99 ‘দি লাইফ অ্যান্ড টাইমস অব মাইকেল কে’ উপন্যাসটি প্রকাশিত হবার পরই দক্ষিণ আফ্রিকার সুখ্যাত লেখক জে. এম. কোয়েৎসি-র নাম সারা বিশ্বের সাহিত্য-অনুরাগী পাঠকের মধ্যে ছড়িয়ে পড়ে। জে. এম. কোয়েৎসি ১৯৪০ সালে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেছেন দক্ষিণ আফ্রিকা ও মার্কিন যুক্তরাষ্ট্রে। এই শক্তিশালী ও ব্যতিক্রমী লেখকের প্রথম উপন্যাস ‘ডাস্কল্যান্ডস’ প্রকাশিত হয় ১৯৭৪ সালে। অন্যান্য বিখ্যাত রচনার মধ্যে রয়েছে ‘ওয়েটিং ফর দি বারবেরিয়ানস’, ইন দি হার্ট অব দি কান্ট্রি’, ‘ফো’। ‘দি লাইফ অ্যান্ড টাইমস অব মাইকেল কে’ উপন্যাসটির জন্য ১৯৮৩ সালে তাঁকে বুকার পুরস্কার দেওয়া হয়। এই উপন্যাসটি বাংলায় অনূদিত হয়েছে। ‘অবিস্মরণীয় মাইকেল কে’ শিরোনামে। সার্বিক সাহিত্যকর্মের জন্য দক্ষিণ আফ্রিকার শক্তিমান লেখক জে এম কোয়েৎসিকে ২০০৩ সালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র ‘মাইকেল কে’। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বলতে সাধারণভাবে যে ধারণা প্রচলিত হয়ে আছে, তার অনেকটাই বিপরীত পথে মাইকেলের অভিযান। এই অভিযানের কাহিনি সংক্ষেপে বিবৃত করবার মতো নয়। তাঁর অভিযান জুড়ে যে বিষ্ময়কর অভিজ্ঞতা, ও তার যাপিত জীবনের কথা শুনতে বা উপলব্ধি করতে হলে অবশ্যই পড়ে নেওয়ার কোনো বিকল্প থাকে না। মাইকেলের জীবন-দর্শন আছে, তবে সে দর্শন কোনো কেতাবি ঢংয়ে পাঠককে পরিবেশন করার চেষ্টা করেনি সে। অদ্ভুত উদাসীনতা, শামুকের মতো নিজের ভিতর গুটিয়ে থাকার প্রবণতা এবং নিজস্ব স্টাইলে অনন্য থেকে যায় সে। গৃহযুদ্ধের পটভূমিতে মাইকেলের জীবন-অভিযান আমাদের অনেক অনেক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। ভেঙে পড়ে মূল্যবোধের নামে জমিয়ে রাখা আমাদের সভ্যতার নানা মুখোশ। |