Marichika O Gypsy Sangeet
লেখক : গৌতম দত্ত
পৃষ্ঠা : ৮৮
মরীচিকা তো আমাদের জীবন জুড়ে আমাদের তাড়া করে বেড়াচ্ছে, কখনও সেই মরীচিকা হৃদয়ের মরুভূমিতে মরুদ্যান তৈরী করে কখনও তৃষ্ণায় ছাতি ফাটায়। গৌতম দত্তের কবিতার ছত্রে ছত্রে তাই এই বিভেদের দিনে কখনও তিনি বলে ওঠেন ‘আমার বোন হিজাব নিয়ে চলছে বোরখা পরে/ আমার মা কপালে সিঁদুর মন্দিরে গান করে'। আবার তিনি মরোক্কোর সাহারা মরুভূমিতে ভোরের আজানের সঙ্গে শুনতে পান বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহালয়া। কখনো আবার দেখতে পান মার্কিন যুক্তরাষ্ট্রের মানচিত্রে বরফ শীতল শ্বেতপাথরে খোদাই ব্ল্যাক আমেরিকান মানুষদের রক্তাক্ত নামগুলো। সংস্কৃতিকে নানানভাবে বিশ্বের দরবারে তুলে ধরছেন ও সদা ভ্রমণকারী এই কবি দুই বাংলাসহ বিশ্বের নানা দেশের মানুষের হিংসা ও অবিচারের বিরুদ্ধে মানবিকতার পক্ষ নিয়ে কাব্য সম্মত প্রতিবাদ করে ওঠেন ‘হাদি মাতার শুধু একটা নাম নয় / হাদি মাতার হিংসার জমজ সন্তান।' বহুদুরে বসবাস করেও তিনি ভোলেন না ‘চিতায় শোয়া মেয়ের কথা / অন্নভরা জন্মভূমির অন্নহীন ঘরের কথা'। ট্রোল করা বাঙালিদের মনে করিয়ে দেন ‘আমাকে কেন এখনও পরিযায়ী বলে ব্যঙ্গ বিদ্রুপ হানো/ আমি তো তবু প্রতিদিন যুদ্ধ করে সাহেব তাড়িয়ে সুনীল আনি/ আমার তো প্রতিদিনই একুশে ফেব্রুয়ারি’।
আকার: 21.7 (h)× 14 (w)× 1.5 (d)