Prokaseeto Sunnotar Kache
লেখক : পার্বতী রায়
পৃষ্ঠা : ৬৪
কবিতায় যেন এক ধরনের আনন্দ লুকিয়ে থাকে আকারে ছোটো কিন্তু প্রতিটি অক্ষরের ভিতর জীবন ছড়ানো থাকে, বাতাসের ছোঁয়ায় গাছেদের চুল নড়ে ওঠে, জেগে ওঠে পালক অনুভূতি। যে অনুভূতির ভিতরে অন্তঃসত্ত্বা ডানা লুকিয়ে থাকে। পাঠক নিবিষ্ট হওয়ার আগে চোখে পড়ে জলের নিবিষ্ট চাহনি, নদীর কথায় ঘরছাড়া চলমান নাগরিক অনুভব করেন বুকের মধ্যে সাঁটা রয়েছে মেঘের ডাকটিকিট, আবার হাওয়ার মন্ত্রে রোদ ঢুকে পড়লে ভীষণ অচেনা হয়ে যায় সেই জীবন নদীটি। প্রতিটি কবিতায় খুঁজে পাওয়া যায় কবির নিজস্ব সবুজের প্রদক্ষিণ, খনিজ অহংকারে হোঁচট খেয়ে পুরোনো ছায়াদের চিবুক ছুঁয়ে ছুঁয়ে জলের মাইলস্টোন গুনতে শেখা। অবকাশ লেখা যায় মেঘেদের কচিপাতায়, ফুলেদের শিরোনাম হয় বেদুইন। এই সব চলমান কবিতা থেকে ঘরে ফিরিয়ে আনে যখন মেঘ প্রথমেই চোখে পড়ে, আয়নার জ্বর এসেছে, সামনে দাঁড়িয়ে নিজেকে স্নানগাছ মনে হয়,আর পাঠশেষে আবিষ্ট পাঠকের মনে হবে কাব্যগ্রন্থ নয় যেন ঈশ্বরের অনুভূতির বাড়ি।
আকার : 21.6 (h) x 14 (W) x 1.2 (d)