Jochhona Ronger Purush
লেখক : অন্তরা দাঁ
পৃষ্ঠা : ৮০
প্রতিদিন এই যে মরে যাওয়া অল্প অল্প করে, ভাঙা চাঁদের মতো ক্ষয়ে আসে কাম, ইচ্ছেকুচিদের ছড়িয়ে-ছিটিয়ে দিই পথের ধুলোয়,তারাই কখন চুপি চুপি এসে টোকা দেয় জানলায় মাঝরাতে —রাতের বুকে আমি তখন জাটিঙ্গার পাখি,অন্ধকার ক্ষুধার কাছে হাতজোড় করে শব্দভিক্ষা করি। দু:খ-সুখ-নৈরাশ্য অপারগতার পারঙ্গম কার্নিভাল জুড়ে আলোর ইশারা, অন্ধকার মাথা নিচু করে হাঁটে পিছনে তবু থেমে তো থাকে না জীবনের ক্যারাভান,রাতভর যুদ্ধ জারি থাকে। এক জোছনা রঙের পুরুষের বুকখোলা শার্টের বোতাম এ জীবন,যাপন—যেন অনায়াসে নির্দিষ্ট ঘরে ঢুকে পড়তে পারলেই বন্ধ হয়ে যাবে খোলা বুক,তখনও নাভির গভীরে পোঁতা আছে শীর্ষসুখ, শব্দবিষে সুনীল হবো বলে হরিণের মতো নরম জোৎস্নায় ডুবে যেতে যেতে কখন এক ঘোরের ভেতর এইসব অক্ষরে অক্ষরে চেয়েছি আশ্রয়। ভালোবাসা পাবো বলে নিজেকে মন্থন করার যে আত্মঘাতী শ্লাঘা তাকে তুমি ক্ষমা কোরো। হে জীবন ! নতজানু হয়ে তোমার কাছে প্রার্থনা করি সুখ নয় শান্তির বারি।
আকার : 21 (h) × 15 (w) × 1 (d)