এসরাজে বেজেছে নীল সুর

  • Sale
  • Regular price Rs. 70.00
Shipping calculated at checkout.


Esraje Bejeche Nil Sur 

লেখক : শবরী রায়

পৃষ্ঠা : 64

সাতটি ঘাটের ভিন্ন জলে পাত্র ভ’রে রাখি/ জল ছুঁই না, প্রেম ছুঁই না,/- তৃষ্ণা ছুঁয়ে থাকি'। অনন্ত তৃষ্ণা নিয়ে প্রতীক্ষা ছাড়া, কিছু কি করার থাকে? এ এক নিদারুণ যন্ত্রণা, এ এক নিদারুণ বেদনা-অভিমান। হাতের কাছে ঘোরাফেরা তার অথচ- ‘কথা কয় সে দেখা দেয় না’। সৃষ্টিশীল শিল্পী ও কবির গভীর উপলব্ধির জগৎ থেকে যখন ছবি অথবা কবিতা উঠে আসে, সে ছবি, সে কবিতা আমাদের যন্ত্রণাবোধকে আরও তীব্রতর করে, আমাদের বেঁচে থাকাকেও কি একইভাবে আনন্দময় করে তোলে না। কবি শবরী রায় তাঁর কবিতার সঙ্গে সঙ্গে স্মরণ করেছেন 'Song Offerings' আলোকজ্জ্বল পঙ্ক্তিমালাকে। তাঁর জীবনযাপনের প্রেরণা। তিনি পাঠকের সঙ্গে ভাগ করে নিতে চান তাঁর কবিতা যাপনের অনুভব। ৫ নম্বর কবিতায় তিনি লিখছেন, ‘কোন প্রেমে আমি এত গান লিখে যাই/ শুধু নাম আমি বলব না কোনোখানে/ সব প্রেম জানে অন্ধকারের কথা/ তবু আলো কি গোপন জানে?’ শবরীর কবিতায় বয়ে যায় অদ্ভুত এক ঘোরলাগা মায়াময় বিষাদ। কখনো-কখনো বিষাদের সহচর সংগীত। গতানুগতিক কবিতাচর্চার থেকে অনেকটাই দূর দিয়ে হেঁটেছেন কবি। ব্যতিক্রমী কাব্যগ্রন্থটি কবিতা-রসিক পাঠকের কাছে বিশেষভাবেই সমাদৃত হবে।

আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1.2 (h)