Aakasher Thikana
লেখক : দেবদত্ত চক্রবর্তী
পৃষ্ঠা : 80
প্রথাগত লেখা কবিমনকে তৃপ্ত করতে পারেনি এবং এই অতৃপ্তি তাকে ঠেলে দেয় নৈঃশব্দ্যের অন্ধকারে। হেঁটে চলেন কবি এক চূর্ণমান সময় আর ধ্বংসস্তুপের ওপর দিয়ে। মায়ামুকুরে ফুটে ওঠে কবিতার আলো শব্দের ভাস্কর্য হয়ে। নৈঃশব্দ্যের বাক্যালাপে গঠন করেন তিনি কবিতার শরীর। সেরকমই বাছাই করা অপ্রকাশিত কিছু কবিতা নিয়ে প্রকাশিত হল কাব্যগ্রন্থ গ্রন্থ ‘আকাশের ঠিকানা’।
আকার (cm) : 14 (l) X 22 (b) X 1 (h)