Rabindrosangite Adhyatyachetona
লেখক : এষা মিত্র
পৃষ্ঠা : 194
এই সময়ে রবীন্দ্রসংগীত নিয়ে গভীর গবেষণা ও অনুসন্ধানে যাঁরা নিমগ্ন রয়েছেন, এষা মিত্র তাদেরই অন্যতম। রবীন্দ্রসংগীত, রবীন্দ্র স্বরলিপি এবং রবীন্দ্র সুর ও বাণী নিয়ে নানা বই বিভিন্ন সময়ে প্রকাশিত হলেও, সেসব বইয়ের লেখাগুলি বেশিরভাগ ক্ষেত্রেই চর্বিতচর্বণের বেশি কিছু নয়। বলাবাহুল্য এই গতানুগতিক ধারার অন্তর্ভুক্ত থাকতে চাননি এষা মিত্র। ‘রবীন্দ্রসংগীতে অধ্যাত্মচেতনা’ বইটি বিষয়গত দিক থেকেই ব্যতিক্রমী প্রয়াস হিসেবে গ্রাহ্য হবে। রবীন্দ্রনাথের বিপুল সংগীত সৃষ্টির মধ্যে প্রধান শাখা তাঁর অধ্যাত্ম অনুভূতি প্রকাশক সংগীতগুলি। রবীন্দ্রনাথের এই অনুভূতির জগৎটি বিচিত্র এবং সেখানে শুধু ঈশ্বর নন তাঁর সঙ্গে ঈশ্বরের সৃষ্টি জগৎও জড়িত। রবীন্দ্রনাথের অধ্যাত্মচিন্তার প্রভাবযুক্ত সংগীতগুলি সম্পর্কে আলোচনা প্রসঙ্গে লেখক জানিয়েছেন, ‘সংগীত রচয়িতা রবীন্দ্রনাথ আমাদের দেশে এবং বাংলা সংগীত জগতেও স্বয়ম্ভু নন। তাঁর পূর্ববর্তী সুদীর্ঘ অধ্যাত্মিক সংগীত রচনার ধারা ভারতবর্ষে এবং বাংলা গীত-সাহিত্যের জগতে বিদ্যমান এবং রবীন্দ্রনাথ সেই ঐতিহ্যের ধারার অন্তর্গত তাঁর পূর্বগামী স্রষ্টাদের সঙ্গে তাঁর গ্রহণের, স্বীকরণের সম্বন্ধ-প্রত্যক্ষ, পরোক্ষ, জ্ঞাত, অজ্ঞাত, প্রভাব ও প্রেরণার জগৎ বেশ বড়ো’। বইটিতে একটি মূল্যবান ভূমিকার সঙ্গে রয়েছে বৈদিক যুগ, বৌদ্ধযুগ, মধ্যযুগ ও আধুনিক যুগের সংগীত ধারা সম্পর্কে সুবিস্তৃত আলোচনা। রবীন্দ্রনাথের অধ্যাত্মচেতনার উৎস খুঁজে দেখার আন্তরিক প্রয়াস বইটিকে আলাদা মর্যাদায় প্রতিষ্ঠা দেবে।
আকার (cm) : 14 (l) X 22 (b) X 4 (h)