Shrestho Kobita
লেখক : উৎপলকুমার বসু
পৃষ্ঠা : 214
‘বয়েস, বেড়েছে বলে অন্ধকারে/ বাদাম গাছের নীচে দাঁড়িয়ে বুঝেছি- রাত্রি, তুমি নও তারা।’ সমকালীন বাংলা কবিতার চলমান ধারার মধ্যেই অন্য একটি বলিষ্ঠ ব্যতিক্রমী ধারা-স্রোতে নিজস্ব শক্তি নিয়েই উপস্থিতি। এই ব্যতিক্রমী ধারারই উজ্জ্বল কবি উৎপলকুমার বসু। ‘পুরী সিরিজ’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হবার সঙ্গে সঙ্গেই মনস্ক পাঠকের কাছে বিশেষভাবে সম্মানিত হয়েছেন কবি উৎপলকুমার। পরবর্তী সময়ে ‘সুখ দুঃখের সাথী’-র কবি আমাদের জানিয়েছেন, ‘মেঝের ভিতর থেকে জেগে ওঠে চিন্তালতা— জলহীন, মেঘরৌদ্রহীন।/ কোনো ঘুম গাঢ় ঘুম নয়।’ নতুন প্রজন্মের কবিতা-অনুরাগীদের কাছে তাঁর ব্যতিক্রমী কাব্যভাষা প্রবলভাবে সমাদৃত নয়। কবিতায় অক্ষরে অক্ষর মিলিয়ে যে ছবি তিনি এঁকে চলেছেন, সে ছবি-কবিতা পাঠকমনে বিস্ময় সৃষ্টি করে চলে অবিরত। গোপন রহস্য, অচেনা-ইশারার টানে মন্ত্রমুগ্ধ পাঠক আঁকড়ে ধরতে চান তাঁর মায়াবী কবিতা-শরীর। কবিতার প্রতি আগ্রহ-অনাগ্রহ নিয়ে তাঁর নিজস্ব উচ্চারণ, ‘মধ্যযুগে যাকে বলা হত ক্রনিক্যাল লেখা সে ব্যাপারে আমার আগ্রহ। যেমন, যা দেখছি, যা বুঝছি সেসব নিজের মতন করে লিপিবদ্ধ করা। এসব লেখার অভ্যেস আমার আছে।’ উৎপলকুমার বসুর শ্রেষ্ঠ কবিতা আমাদের প্রকাশনা থেকে প্রকাশিত হয় ১৯৯১ সালে। নতুন সংস্করণটি পাঠক মহলে বিশেষভাবে সমাদৃত হবে বলেই আমাদের বিশ্বাস।
আকার (cm) : 14.2 (l) X 22 (b) X 1.5 (h)