Aami Ora O Belpahari লেখক : অপূর্ব মজুমদার পৃষ্ঠা : 152 আমি, ‘ওরা’ ও বেলপাহাড়ি এই উপন্যাস আসলে এক জ্বলন্ত সময়ের দলিল। উপন্যাসের কেন্দ্রে রয়েছে বেলপাহাড়ি তথা জঙ্গলমহলে সন্ত্রাসের আবহ। বনের দখল নিয়েছিল উগ্রপন্থীরা। বনচারী মানুষের জীবন ও জীবিকানির্বাহ হয়ে উঠেছিল মর্মন্তুদ। সসীম, সাগেন, বিশ্বজিতের মতো নানা চরিত্রের আলোছায়ার মধ্যে লেখক উপন্যাসে স্থাপন করেছেন খেরওয়াল নামে একটি বালককেও। সে একদিন জঙ্গলে হারিয়ে যায়। পাশাপাশি বুধুর চরিত্রটি অসামান্য মমতায় এঁকেছেন লেখক। তা ছাড়াও পরিতা, লক্ষ্মীকান্ত, মঙ্গলমাস্টার, কানাই-এর মায়ের ওপর ভর করে কাহিনি পরিণতির দিকে এগোয়। লেখক মাঝখানে সূত্রধরের ভূমিকা পালন করেন। দুটি সমান্তরাল কাহিনি একটি সূত্রে গ্রথিত হয়। পাঠকের কাছে বাঁশির সুরের মতো বেজে ওঠে উপন্যাসটি। |