Esechile Tabu Aso Nai লেখক : অসিতবরণ দে পৃষ্ঠা : 128 চলার পথে মন কত যে নোঙর করে তার ইয়ত্তা নেই। কত বিচিত্র আস্বাদে তার ঝুলি ভরে ওঠে, কত অনন্ত শূন্যতাকে সে আঁজলা ভরে পান করে। শূন্য কি শুধু রিক্তই করে, পূর্ণ করে না কখনও ? করে হয়তো। না হলে হিরন্ময় আর দীপার মধ্যে বিচ্ছেদে ঘেরা ভালোবাসা এমন অক্ষয় মাধুর্য নিয়ে। থেকে যায় কী করে? কী করেই বা তমাল ভালোবাসার কাছে জানু পেতে বসে বদলে যেতে থাকে ভেতরে ভেতরে? কোন এক ঘৃণার শিকড় যেন রক্তের গভীর থেকে উপড়ে ফেলতে চায় গৌরমোহন। পিতার পাপের প্রায়শ্চিত্ত করে চলে সে আজীবন ধরে। বটের যেমন ঝুরি নামে, সেই ঝুরি যেমন বটেরই অচ্ছেদ্য অংশ, তেমনভাবেই টলেমি আর জুলু ফিরে আসে গৌরমোহনের কাছে, বটের ছায়ায় বেড়ে ওঠা আরও দুটি শিশু বট যেন তারা। আসলে এইসব অক্ষরের মধ্যে ধরা আছে শুভত্বের প্রতি কোনো এক নাছোড় বিশ্বাসের কথা। কালো মাখা জীবনের কোলে ফুটে ওঠা কোনো এক আলোর আশ্বাস। সত্যিই কি আমাদের দিনগুলো সময়ের দোষে খারাপ হয়ে গেছে? নাকি যে মানুষ কাঁদছে তার পাশে গিয়ে মানুষ হয়ে দাঁড়াবার মতো কিছু মন আজও জড়ো হয় কখনো-সখনো, কোথাও না কোথাও? |