Platform লেখক : নির্মল কুমার বিশ্বাস পৃষ্ঠা : 210 গতানুগতিক আর পাঁচটি গল্প-উপন্যাস থেকে এই উপন্যাসটিকে ব্যতিক্রমী বলা যাবে অনায়াসে। ব্যতিক্রমী হয়ে ওঠার মূল কারণ খুঁজতে গেলে দেখা যাবে, লেখক তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতাকেই এই উপন্যাসটি রচনায় ব্যবহার করেছেন। অপার রহস্যে ঘেরা এক মহাতাপসকে কেন্দ্র করে নানা ঘাত-প্রতিঘাতে আবর্তিত হয়েছে উপন্যাসটির বিচিত্র ধারা। বিশ্বপুরের ব্যস্ততম রেলওয়ে প্ল্যাটফর্মের পটভূমিতে নির্মিত উপন্যাসটিতে ঘটেছে বহু চরিত্রের সমাগম। কর্মসূত্রে জড়িয়ে থাকার দরুন দীর্ঘদিন এই প্ল্যাটফর্মের দৈনন্দিন জীবনকে বড়ো কাছে থেকে দেখার সুযোগ ঘটে লেখকের। বলাবাহুল্য কাছে থেকে দেখার বিষয়টি তখনই কার্যকর ভূমিকা পালনে সক্ষম হয়, যখন একইসঙ্গে জাগরিত থাকে হৃদয়বৃত্তি। লেখক সেই মহাতাপসের দেওয়া দিব্যদৃষ্টিতে সন্ধান করেন সেখানকার বেওয়ারিশ এবং দরিদ্র মানুষগুলোর মধ্যে মানুষ গড়ার কোনো মহান কারিগরের, সংগ্রহ করে আনেন ঘটনাচক্রে নির্বাচিত গৃহী মানুষের মর্মন্তদ জীবন-নির্যাস। উপন্যাসটির মূল আবেদন সাইবার-সভ্যতার স্বার্থান্ধ মানুষকে দাঁড় করিয়ে দেয় এক জীবন-জিজ্ঞাসার মুখোমুখি। মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায় মানুষের জটিল মনস্তত্ত্ব অত্যন্ত যত্নের সঙ্গে বর্ণিত হয়েছে উপন্যাসটিতে। লেখকের অন্যতম প্রকাশিত উপন্যাস শাশ্বতিক। |