Kichu Chaoya Fire Paoya লেখক : পৃথ্বীশ গজী পৃষ্ঠা : 96 অদৃশ্য সব সুতোর টানে জীবনগুলো নেচে চলে। দুলে চলে, ঝরে পরে অসংখ্য সব চাওয়া আর একান্ত কিছু পাওয়ার গল্প। বাঁচা নামক এই আকস্মিকের খেলার মধ্যেই অতীত এসে ছায়া ফেলে, সম্ভাবনা জারিত হয়, নতুন সমীকরণ লেখা হয়। আসলে এভাবেই এগিয়ে চলে শুভেন্দু-নমিতা অথবা রঞ্জন-রীণা শৌমিকদের চলার পথগুলো। কোনো এক ঘটনার বাঁকে এসে অথবা নিতান্ত দুর্ঘটনার ঝোঁকেই কিছু পর্দা উঠে যায় তাদের পরস্পরের মন থেকে। প্রতিবিম্বগুলো সেজে ওঠে নতুন বিন্যাসে। বন্ধুত্ব আর প্রেমের টানাপোড়েনে আটকা পড়ে জীবন তার মাপা অঙ্কের থেকে আরও বেশি কিছু চেয়ে বসে। অভিমান জমে কোথাও, বিচ্ছেদ এসে আঁচড় কাটে গালে। ঘৃণা অনুরাগে বদলে যায় অভিপ্রেত স্পর্শের আশ্বাসে। আসলে বন্ধুত্ব হল একটা চার মাথার মোড়। যেখান থেকে সম্পর্কগুলো যেকোনো দিকেই বাঁক নিতে পারে, পৌছে যেতে পারে নতুনতর কোনো গন্তব্যে। তবুও সব লড়াইয়ের শেষে জয় কি অপেক্ষমান হয়ে থাকেই? নিজেরই ফেলে আসা মন আর বর্তমান ছুঁয়ে আগামীর দিকে চলে যাওয়া হৃদয়ের মধ্যে কোথাও কোনো সন্ধিপ্রস্তাব কি স্বাক্ষরিত হয়? তীর পায় কি নমিতা অথবা রীণারা? নাকি রিং টোনে 'উই শ্যাল ওভারকাম'- বেজে চলে চিরচেনা কোনো আশা অথবা আশ্বাসের ছলনা নিয়ে? |