Sahid লেখক : মৌমিতা পৃষ্ঠা : 64 সৈনিক অভিজিতের জীবনকে কেন্দ্র করে এক টানটান থ্রিলারে তরুণ ঔপন্যাসিক মৌমিতা দেখিয়েছেন, কীভাবে কেবলমাত্র সীমান্তে অথবা যুদ্ধক্ষেত্রেই নয়, যুদ্ধ চলে প্রতিটা সমাজের, প্রতিটি ঘরে, প্রতিটি সম্পর্কের আভ্যন্তরীণ টানাপোড়েনেও। অভিজিৎ সেনাবাহিনীতে গিয়ে জীবনের ঝুঁকি নেওয়ার জন্যই, ওর পরিবারের জীবনযাত্রায় অনেক উন্নতি ঘটে, কিন্তু সেই অভিজিতের মৃত্যুর পর, অভিজিত নয়, তার ডেথ সার্টিফিকেটটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ওর পরিবারের কারো কারো কাছে। বদলে যাওয়া সমীকরণে ওর স্ত্রী হয়ে ওঠে ওর ভাইয়ের স্ত্রী, সংসারের প্রধান ব্যক্তিত্ব থেকে ও হয়ে দাঁড়ায় কেবলই এক শহিদ, যার ছবিটার অনেক দাম, যতক্ষণ পর্যন্ত না ছবির পেছনের মানুষটা সামনে এসে দাঁড়ায়। কিন্তু সত্যিই যখন মৃত্যুর কুয়াশা সরিয়ে জীবন্ত মানুষটা এসে দাঁড়ায় আবার সবার সামনে, ভালোবাসা কি বিব্রত হয়ে ওঠে? নাকি সব ভালোবাসার ভেতরকার স্বার্থ নিজের মাথা তোলে? আর সেই স্বার্থকে হারিয়ে শেষমেষ কি জিতে যায় প্রেম? দেশপ্রেম আর মানবপ্রেমের দ্বৈরথে কী হয় শেষ অবধি? চোখের জল আর বন্দুকের গুলির মধ্যে কার গতি বেশি? তারই নিপুণ অনুসন্ধান ব্যতিক্রমী কথাকার মৌমিতার জোরালো কলমে। |