Parpurush লেখক : গৌতম ঘোষদস্তিদার পৃষ্ঠা : 96 সপ্তাহের প্রতিটি দিন লোকে তাকে ডাকুক নতুন নামে, বালিকাবেলায় খেলাচ্ছলে এমন চেয়েছিল সুতপা। নিজের মধ্যে বহুকে অনুভব করতে চেয়ে ক্রমশ সে যেন হয়ে উঠল বহুগামিনীই। শিল্পের নামে নানা জনে মেলে দিল নিজেকে। অলীকের সঙ্গে তার দাম্পত্য জুড়িয়ে এল, প্রতীকও হারাল সব প্রাসঙ্গিকতা। শরীরের টানে অলীক এক খাঁখাঁ দুপুরে রাস্তার মেয়ের সঙ্গে ঢুকেছিল তার ঘরে। সুতপার নিস্পৃহতা, বৈদগ্ধ্য পেরিয়ে যেতে চেয়ে স্বামীর শ্মশানে বিদিশার হাত নিয়েছিল হাতে। নির্জন দুপুরে একদিন বিদিশার আদুরে বিড়ালের মধ্যে সে আবিষ্কার করল গতজন্মের প্রতিশোধকামী কালোবিড়ালটিকে। পরিত্যক্ত কুয়ো জল থেকে উঠে এসে সে যেন অতর্কিতে ঝাঁপিয়ে পড়বে তার ওপর, মনে হল অলীকের। বিদিশার গায়ে বিড়ালের ঘ্রাণ পেল সে। বিদিশা আর অলীকের মাঝখানে এসে দাঁড়াল প্রতীক। রাতের গভীরে বিদিশা হয়ে উঠল প্রতীকের প্রকৃত কুন্দনন্দিনীই। অবশেষে, চারজন গিয়ে দাঁড়াল একেবারে খাদের কিনারায়। নিয়তি তাদের ডাকল অতলের দিকে। |