Rupantar লেখক : অমিতাভ সমাজপতি পৃষ্ঠা : 176 মানুষ জন্মায় তার ইচ্ছেতে নয়, অন্যের ইচ্ছা বা অনিচ্ছায় অথবা দয়া বা অপদার্থতায়। সে বড়ো হয় অপরের বদান্যতায় - তাতেও তার কোনো হাত থাকে না। সে বাড়তে থাকে তার পারিপার্শ্ব, তার পরিবার, সমাজ - ইত্যাদির দ্বারা। এক্ষেত্রে তার কিছু করার নেই। কিন্তু সে যখন বয়ঃপ্রাপ্ত হয়, যখন সে সাবালক হয় - তখন তো সে বলতেই পারে, আমি আমার মতো বাঁচব, আমার মতো জগতকে দেখব, জানব'। কিন্তু হায়! এখানেও তাকে চলতে হয় এক আশ্চর্য, অমোঘ, অবধারিত শক্তির নির্দেশে। সে চায় এক আর হয়তো হয়ে ওঠে সম্পূর্ণ বিপরীত কিছু। এজন্য সে দায়ী নয়, দায়ী সমাজ, দায়ী সেই পারিপার্শ্ব, দায়ী সেই অতিকথিত ক্লিশে হয়ে যাওয়া ভাগ্য-দুর্ভাগ্যের খেলা। ‘রূপান্তর’ উপন্যাসে নায়ক অনিরুদ্ধ যেন সেই অনিবার্যতার প্রতীক। যে অনিবার্য সমাজের চোখে কাউকে করে তোলে মহান, কাউকে কুৎসিত খুনি। এখানে কারও কিছু করার নেই। সবার ‘বন্ধে হাত’। অবশেষে মেনে নেওয়াই তার পরিণতি। কিন্তু ‘রূপান্তর’ উপন্যাসের অনিরুদ্ধ মেনেছে কি তার পরিণতি? নাকি সে বিদ্রোহ করেছে? এই প্রশ্নেরই অন্য নাম এই উপন্যাস। আকার (cm) : 14.3 (l) X 27.1 (b) X 1.5 (h) |