Halud Dubojahaj লেখক : শেখর মুখোপাধ্যায় পৃষ্ঠা : 144 হলুদ ডুবোজাহাজ এক স্বভাবগত উভচর জনগোষ্ঠীর বৃত্তান্ত। দীর্ঘ নিস্তরঙ্গ ও স্থবির জীবনযাপনের ফলশ্রুতিতে তারা ক্রমে আপসকামী অটল স্থাণু মানসিকতার শিকার। নিশ্চল ডুবোজাহাজে সমাজজীবন পরিণত হয় অচলায়তনে। আংশিক বিস্মৃতি ও আংশিক জাড্যের বশে সংখ্যাগরিষ্ঠ মানুষ স্থিতাবস্থা রক্ষায় আগ্রহী। গতিহীন ডুবোজাহাজের অন্দরমহল ও স্থাবর স্থলের প্রভেদ ক্রমে মুছে যেতে থাকে। বাস্তবজীবনের হিসেবনিকেশ সবই হয় ডাঙায় বসবাসের অভিজ্ঞতার নিরিখে। জলে প্রসারিত তাদের শিকড় ও নিজেদের সামুদ্রিক অভিযানের ইতিহাস অস্বীকার করতে চায় প্রায় সকলেই। তবু, থেকে থেকেই অন্তরতম অন্তরের তলদেশ থেকে উঠে আসা ভাবনার মতো হঠাৎ ভেসে ওঠে ডুবোজাহাজ। অনেকেই মুখ ফিরিয়ে নেয়। যে কয়েকজন তাদের রক্তে সাগরের নোনা ঢেউ অনুভব করে ও প্রায়শ ডুবোজাহাজে সচেতন সওয়ার হয়, রবিন তাদের একজন। উভচর মানুষেরা অবশেষে কী সংকটের মুখোমুখি হয় এবং রবিনরা জীবনের কোন বাঁকে এসে দাঁড়ায়, তারই ছবি আঁকা এই উপন্যাসে। আকার (cm) : 14.4 (l) X 21.6 (b) X 1.5 (h) |