Pita লেখক : জয় গোস্বামী পৃষ্ঠা : 64 আদর্শ পিতার মুর্তি মনে মনে তৈরি করেছিল একটি তরুণী। নিজের বাবাকে দেখে তাঁর আদর্শ পিতা মনে হয়নি কখনও। তার মায়ের প্রতি তাঁর বাবার একাধিকবার বিশ্বাসভঙ্গের কারণেই সেটা হয়নি। তবু, তাঁর বাবা গান শুনতে ভালোবাসে, তাই বাবার কাছ থেকে সে পেয়েছে গানের প্রতি টান। বাবার সঙ্গে গান শুনতে গিয়েই একজন সুর শিল্পীকে মনে মনে পিতার আসনে বসায় সেই তরুণী। সেই শিল্পীর দিকে ক্রমশ এগিয়ে যায় সে। কারণ তাঁর কাছে জগৎ তখন কাঁপছে সেই শিল্পীর গানের ঘোরে আকার (cm) : 12.5 (l) X 18.2 (b) X 1 (h) |