Por লেখক : ইমদাদুল হক মিলন পৃষ্ঠা : 72 বিক্রমপুরের কাজির পাগলা গ্রামে একশো বছরেরও বেশি কাল আগে অভয় তালুকদার নামে এক শিক্ষানুরাগী জমিদার প্রতিষ্ঠা করেছিলেন কাজির পাগলা এ. টি. ইন্সটিটিউশন নামের একটি স্কুল। বিক্রমপুর ছিল হিন্দুপ্রধান এলাকা । দেশভাগের পর তাঁরা অনেকেই বিক্রমপুর ছেড়ে চলে যায় ভারতে। কয়েক বছর আগে শতবর্ষ পেরোয় স্কুলটি। স্কুল ম্যানেজিং কমিটি, স্কুলের প্রাক্তন এবং বর্তমান ছাত্ৰ-শিক্ষক-অভিভাবকরা দু'দিনব্যাপী শতবর্ষপূর্তি অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় প্রাক্তন ছাত্র এবং প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যদের। এতকাল পর পূর্বপুরুষের প্রতিষ্ঠিত একটি স্কুলের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে এসে তাঁদের কী অনুভূতি? একদা আপন দেশটি কি আজ তাঁদের পর? নিজের আপন গ্রামখানি কি পর? আর মানুষগুলো? এই উপন্যাসে দেশবিভাগের কষ্ট-বেদনা একটু অন্যরকমভাবে তুলে আনার চেষ্টা করেছেন ইদমদাদুল হক মিলন। তিনি নিজেও উপন্যাসের একটি চরিত্র, চরিত্র তাঁর চারপাশের অনেক চেনা মানুষ, স্কুলের অনেক প্রাক্তন ছাত্র শিক্ষক। সময় এবং রাজনৈতিক কারণে কারও কাছে পর হয়ে গেছে তাঁর আপন দেশগ্রাম, কারও কাছে পর হয়ে গেছে তাঁর চিরচেনা আপনজন, কারও কাছে পর হয়ে গেছে ফেলে আসা জীবনের পুরো সময়কাল। আকার (cm) : 14.4 (l) X 21.8 (b) X 1.1 (h) |