Zindabahar লেখক : ইমদাদুল হক মিলন পৃষ্ঠা : 192 সাত বছর বয়সি মিলুর চোখ দিয়ে দেখা জিন্দাবাহার থার্ড লেনের সাত নম্বর বাড়ির বিচিত্র মানুষজন আর তাদের সুখ-দুঃখ-আনন্দ-বেদনায় মেশা প্রতিদিনের জীবন এই উপন্যাসের বিষয়বস্তু। উপন্যাসের শুরুতে দেখা যায় প্রবল হাওয়া আর বিশাল ঢেউয়ের মধ্যে কলার মোচার মতো দুলতে থাকা লঞ্চে চেপে, মা আর পুনুআম্মার সঙ্গে মিলুরা সাত ভাইবোন ঢাকায় এসে পোঁছোচ্ছে। রাতের খাওয়াদাওয়া শেষ হলে আব্বা তাঁর স্নেহময় হাতখানি মিলুর মাথায় রেখে স্নিগ্ধ হাসিমাখা মুখে জিজ্ঞেস করেন ‘প্যাড ভড়ছে, বাজান?’ ধীরে ধীরে জিন্দাবাহার থার্ড লেনের জীবনে অভ্যস্ত হয়ে ওঠে মিলু। বাড়ির ভেতরে আর বাড়ির বাইরে কতরকমের মানুষ, স্রোতের মতো হয়ে চলে ঘটনার পর ঘটনা। মস্তবড়ো এক অ্যালবামের পৃষ্ঠাগুলি যেন একটি একটি করে উলটে যাচ্ছে কেউ। জামরুলতলা, পুকুরঘাট, দুপুরবেলার নির্জন ছাদ, রোদের আকাশে স্থির হয়ে থাকা ভুবন-চিল, কুয়োতলার স্যাঁতসেঁতে দেয়াল, সোঁদাগন্ধ, জামিরকাকার বাদামভাজার ঘ্রাণ, নিয়াশার খিলখিল হাসি, গেন্ডারিয়ায় যাওয়া। বিনাখালার সঙ্গে কত ভালোলাগা মুহূর্ত...। তারপর একদিন আব্বার হতাশ কণ্ঠস্বর ‘তোমরা দেশে যাও গিয়া, চাকরি ঠিক হলে অন্য বাসা কইরা তোমাগো লইয়া আমু। সুখ- দুঃখ-আনন্দ-বেদনার এক অদ্ভুত জগৎ। জিন্দাবাহার ছেড়ে যেতে যেতে মিলুর মনে হয় এ জগতে তার আর ফেরা হবে না কোনোদিন। যশস্বী লেখকের এই মায়াবী উপন্যাসে চিত্রিত হয়েছে ষাটের দশকের শুরুর দিকের পুরোনো ঢাকার জীবন। আকার (cm) : 14.4 (l) X 21.6 (b) X 1.9 (h) |