Prothom Panchti Uponyash লেখক : দিব্যেন্দু পালিত পৃষ্ঠা : 448 সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জীবনটা এগিয়ে চলে। কত নাম ফুরিয়ে যায়। কত অবসর নতুন হয়ে ফিরে আসে। কত নিঃসঙ্গতা সহচর খুঁজে ফেরে। ক্লান্ত মন দু-ঠোঁটজুড়ে শুশ্রুষা চায়। কিছু শঙ্কা, কিছু উদ্বেগ লেগে থাকে মনের কোণে, হিসেবগুলো কিছুতেই চেনা ছক মেনে চলে না। কোনো দিনান্তে এসে, জীবনের সমে সিন্ধু- বারোয়ার সুর লাগে, সে শুধু হৃদয়ই জানে। চৈত্রমাস জুড়ে শুধু পথ আর পথ বদলের খেলা। কোনো এক ঈশ্বরকে মনের সমীকরণে মেলাতে চায় কেউ। ভালোবাসার তীর ছুঁয়ে নিজেকে চেনে, বহমান সময়কে চেনে তারা। আলতো আলতো লেগে থাকে সংসারের গায়ে। তবুও হঠাৎ করেই গো-হারা-হেরে দিয়ে কুঁচকে ওঠে জীবনের ভ্রূ-দুটি। ভাবনার সঙ্গে পাওনা ও বিচ্যুতির হিসেব মেলে না। দীর্ঘ পথের শেষে এসে কোনো এক মধ্যরাতের আতিথ্যে আজীবনের দহন আশিয়ানা খুঁজে পায়। তবুও ফোরানো প্রেমের ফসিল বিবর্ণ মনের কোণে পড়ে থাকে। পড়ে থাকে নষ্ট ভালোবাসা শরীরের কার্নিশ ছুঁয়ে। উদাসীন অপরাহ্নের বুকে কিছু যথেচ্ছ প্রণয়চিহ্ন পড়ে থাকে। এভাবেই প্রেমকে কেন্দ্র করে নানা অনুভব এসে আলাপন জমিয়ে তোলে এইসব আখ্যানে আখ্যানে। আকার (cm) : 14.4 (l) X 22.7 (b) X 2.8 (h) |