Debi লেখক : হুমায়ূন আহমেদ পৃষ্ঠা : 104 জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় দুটি চরিত্র মিসির আলি ও হিমু। মিসির আলি যুক্তিবাদী। সবকিছুই যুক্তি দিয়ে বুঝে নিতে চান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার্ট-টাইম টিচার, ক্লিনিকাল সাইকিয়াট্রি পড়ান, অসম্ভব রোগা, চোখ দুটি তীক্ষ। রানু অত্যন্ত সুন্দরী এক মেয়ে। খুব বেশিদিন তার বিয়ে হয়নি। তার চেহারায় কেমন একটা দেবীমূর্তির ভাব আছে। কিন্তু মাঝে মাঝে সে খুব অস্বাভাবিক আচরণ করে। রাত্তিরে সে যেন দেখতে পায় জানলার শিক ধরে খালি গায়ে একটি শীর্ণকায় মানুষ দাঁড়িয়ে আছে। তার দুটি হাতই অসম্ভব লম্বা। সে স্বপ্ন দেখে। একজন নগ্ন মানুষ তার কাপড় খোলার চেষ্টা করছে। নীলু তার বোন বিলুর মতো সুন্দরী নয়। তার খুব একটা বন্ধুবান্ধব নেই। রানু যেন দেখতে পায় নীলু এক দুষ্ট লোকের খপ্পরে পড়েছে। মিসির আলিকে সে একথা বলে। সত্যিই রাত বাড়তে থাকে, নীলু বাড়ি ফেরে না, বাড়ির সামনে লোকজনের ভিড়। বিলুর কান্না শোনা যায়। রানু মারা যায়। মিসির আলি ক্লাসে পড়াতে ঢুকে দেখেন, সেকেন্ড বেঞ্চে রানুর মতো কে একজন বসে আছে। মিসির আলি নাম জানতে চান। মেয়েটি বলে নীলু, নীলুকার, রোল নাম্বার থার্টি টু। আকার (cm) : 14 (l) X 21.5 (b) X 1.3 (h) |