Janoiko Musalmaner Diary Alauddin Gazi
সম্পাদনা : শৈলেন সরকার
পৃষ্ঠা : ১৬৮
সুন্দরবনের প্রত্যন্ত এক গ্রামের এক মুসলমান কিশোর। স্কুলে ভরতি হয়েছিল। পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ ছিল তার। শহর কলকাতার নাম শুনেছে সে কেবল। সে ভেবেছিল অনেক কিছু, অনেক স্বপ্ন। কিন্তু স্কুল ছাড়তে হয়। এরপর গড়পড়তা জীবন। সে ক্লান্ত হয়। ডায়েরি লেখা শুরু করে। প্রত্যন্ত গ্রামে বসে এক সাধারণ মানুষ যখন নিজের কথা লেখেন তখন তার মধ্যে নিজের সঙ্গে কথা বলা ছাড়া আর কোনো উদ্দেশ্য থাকেনা। সেই কথাবলায় ভণ্ডামি নেই কোনো। তাঁর দেখা চারপাশের জগৎ, জীবন, তাঁর পরিবার বা সমাজ নিয়ে একান্ত অনুভূতিগুলি লিপিবদ্ধ হয় সেখানে। আর সেই খাতাতেই পাওয়া যায় সত্যিকারের মানুষটিকে। বহু যুগ ধরে পাশাপাশি বাস-করা সত্ত্বেও মুসলমান বা হিন্দু এই দুই ধর্মীয় সম্প্রদায়ের মানুষ পরস্পরকে কতটুকু চেনে? আর এই চেনাজানার অভাবের জন্যই এক শ্রেণির মানুষ সাম্প্রদায়িক টানাপোড়েন নিয়ে রাজনীতি করার সুযোগ পায়। তৈরি হয় পারস্পরিক সন্দেহের। সুন্দরবন লাগোয়া বৈরাগীর চকের কালিকাপুর গ্রামের এক অতি সাধারণ মুসলমান ব্যক্তির মৃত্যুর পর আলোর মুখ দেখা এই খাতা শুধু এক অপরিচিত মুসলমান জীবনের বৃত্তান্ত দেবে তা নয়, শহরের মানুষকে গ্রাম- জীবনটাকেও চেনাবে।
আকার : 21.8 (h) x 14 (W) x 1.5 (d)