Atmogopon
লেখক- পার্থ গোস্বামী
পৃষ্ঠা- 352
ব্যর্থতা আর সামাজিক শৃঙ্খলের নিপীড়ন যখন সহ্যের সীমা ছাড়িয়ে মস্তিষ্কে আগুন জ্বালায়, সাধারণ মানুষও তখন কিছু মুহূর্তের জন্য পালটে যায়। দুর গাঁয়ে, একতলা বাড়ির ছাদের এককোণে একটি ঘর, সেখানে তার ছবি আঁকার সরঞ্জাম নিয়ে ডেরা গাড়ে রণেন। শুরু হয় অজ্ঞাতবাস। নতুন আশ্রয়ে স্বামীর ঘর ছেড়ে আসা কুত্তলাকে দেখে তার পোর্ট্রেট আঁকার ইচ্ছে জাগে। ছবি আঁকা, ঘটনা পরম্পরায়, কুন্তলার সমস্যা ও তার সুখদুঃখের সঙ্গে ক্রমশ নিবিড়ভাবে নিজেকে জড়িয়ে ফেলে সে। এদিকে শুরু হয় পৃথিবীতে করোনা মহামারির সংক্রমণ। একদিন জেলা সদরে গিয়ে রণেন করোনায় সংক্রামিত হয়ে ফিরে আছে। অসহায় কুন্তলা কী করে? আত্মগোপন আমাদের ব্যক্তিগত অপরাধ থেকে পালিয়ে নিজস্ব সুখচরে গা ঢাকা দেওয়ার গল্প। একটি আপতিত ঘটনায় জড়িয়ে, সময়ের পরিপ্রেক্ষণে আটকে পড়া কিছু মানুষের ভালবাসা, ব্যর্থতা, লোভ, কামনা, একাকিত্ব, যন্ত্রণার উপাখ্যান।