Jounotar Anusongo : 50 Jon Bideshi Kobita
অনুবাদ: উজ্জ্বল সিংহ
পৃষ্ঠা: 120
শুধুমাত্র প্রেমের কবিতায় থাকবে যৌনতার অনুষঙ্গ, প্রচলিত এ ধারণা একশো বছর আগেই নষ্ট হতে শুরু করেছিল। উনিশ- শতকে বিজ্ঞানসম্মত যৌনবিদ্যা (Sexology) ক্রমশ তত্ত্ব ও দর্শনে সমৃদ্ধ হতে হতে বহুধাবিস্তৃত হয়ে উঠল। বহুমুখী এই কামবিদ্যার সূচনা আমাদের দেশে অবশ্য প্রাচীন সংস্কৃত শাস্ত্রের মাধ্যমেই ঘটেছিল। ললিতবিস্তর’-এর ৮৬টি কলায় ৭৪ সংখ্যক কলাটির নাম ‘বেশিকম’ দত্তকাচার্য রচিত এ শাস্ত্রের বিকাশ ঘটেছিল বিশাখিল এবং বাৎস্যায়নের কলমে। খ্রিস্টপূর্ব তৃতীয়-চতুর্থ শতকে বাৎস্যায়ন তার পূর্ববর্তী পণ্ডিতগণ রচিত সমস্ত শাস্ত্রগুলির সার সংগ্রহ করে যে বিশাল গ্রন্থটি প্রণয়ন করেন, সেখানেই যৌনতার দর্শন হয়ে ওঠাটা ছিল নিহিত। ফ্রয়েড-কথিত ‘ফ্রি অ্যাসোসিয়েশন’ ও মনঃসমীক্ষণের তত্ত্ব তো আছেই, অন্যান্য সমস্ত কলামাধ্যমের সঙ্গে সঙ্গে কাব্যও গভীরভাবে প্রভাবিত হল এলিস-সাহেবের যুগান্তকারী গ্রন্থটি প্রকাশিত হওয়ার পর [স্টাডিজ ইন দ্য সাইকোলজি অফ সেক্স (১৮৯১)] এই বইটিতে অন্তর্ভুক্ত পঞ্চাশটি কবিতায় যৌনতা তার আভিধানিক-অর্থকে অতিক্রম করে যে আবেগ ও সংবেগের, যে ধারণা ও অভিপ্রায়ের দর্শনে সম্পৃক্ত হয়ে ইন্দ্রিয়গোচর হয়ে উঠেছে, তাকে অনুবাদে প্রকাশ করা বড়োই দুরূহ। তৎসত্ত্বেও, বিচক্ষণ পাঠকের কাছে এর রহস্য উদঘাটিত হওয়া বিশেষ দুরধিগম্য বোধ হবে না, আশা করাই যায়।
আকার (cm) : 12.5 (l) X 18.5 (b) X 1 (h)