Nadi Upyakhyan লেখক : ইমদাদুল হক মিলন পৃষ্ঠা : 72 নদীকে কেন্দ্র করে যে জীবন, সে জীবনে নদীর ভাঙা-গড়ার সঙ্গে সঙ্গে চলে সংসারেরও ভাঙন। নদী নিয়ে নেয় জায়গা-জমি, প্রিয় মানুষজন, সম্পর্ক। এই ভাঙা-গড়ার টানাপোড়েন চলে তিন প্রজন্মের ওসমান, নাদের, রতনেরও জীবনে। যে রতনের জীবিকা নির্বাহ হয় নদীতে মাছ ধরে। কেন-না নদী তাকে জেলে বানিয়েছে। তবুও সে স্বপ্ন দেখে চর জেগে ওঠার। চর জেগে উঠলে সব ফেরত পাওয়া যাবে। জেগে উঠবে জীবন নতুন করে। সখিনাকে আনবে জীবনে। কিন্তু জেগে ওঠা চর কি এমনি এমনি ফেরত পাওয়া যাবে? ছিনিয়ে নেওয়া যাবে প্রভাবশালী তালুকদার সাহেবের হাত থেকে? নিরুদ্দেশ বাবা নাদের বহুবছর পর ফিরে এলে বাপে-পুতে চর দখল করতে যায়। কিন্তু নদীর ঘোলা জল লাল হয়ে ওঠে রক্তে। নদী বয়ে যায় তার নিজের মতো। নদীকে ঘিরে প্রান্তিক মানুষের চিরন্তন অধিকাররোধের লড়াইয়ের কাহিনি ফুটে উঠেছে ইমদাদুল হক মিলনের এই উপন্যাসে। আকার (cm) : 14.4 (l) X 21.8 (b) X 1.1 (h) |