Arbhabuker Korcha লেখক : অলোকরঞ্জন দাশগুপ্ত পৃষ্ঠা : 144 অলোকরঞ্জন দাশগুপ্ত শুধু বিশ শতকের অন্যতম প্রধান বাঙালি কবিই নন, অন্যতম প্রধান গদ্যলেখকও বটে। এই বই তাঁর মুক্তচিন্তার ফসল, তিনি যাকে তাঁর অননুকরণীয় বাচনভঙ্গিতে বলেছেন ‘চটজলদি ধারাভাষ্য।’ তাত্ত্বিকতার পরিবর্তে এখানে রয়েছে ঢিলেঢালা আড্ডার মেজাজ। আর সেই আড্ডায় তাই লেখকের কৈশোরক শান্তিনিকেতনে ইন্দিরা দেবী চৌধুরাণি অর্থাৎ বিবি-দির কথার সূত্র ধরে সহজেই উঠে আসে রবীন্দ্রনাথের সদাসুন্দর থাকার করুণ প্রয়াস, হাইডেলবার্গের নদী নেকারের তীরে ক্লাস ফাঁকি দিয়ে ইকবালের ঘুরে বেড়ানো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যবিভাগের নির্দিষ্ট অংশের বুদ্ধদেব বসুর ঘরে দুই ভাই-শান্ত ধূর্জটিপ্রসাদ আর উত্তেজিত বিমলাপ্রসাদের- চোস্ত ইংরেজিতে তর্ক, জার্মানির এক নগরে ইয়েট্স্-এর অনুরক্ত পাঠিকা মেলবোর্নের মেয়ে ম্যারিঅ্যান ডুরানের রবীন্দ্রস্বাক্ষরিত ক্রিসেন্ট মুনের তিরিশটি কপির সামনে দাঁড়িয়ে উত্তেজনা ইত্যাদি নানা বিষয় নিয়ে টুকরো সব গদ্য। তাঁর কবিতার মতোই তাঁর গদ্যও পূর্ব আর পশ্চিমের মধ্যে এক নিবিড় আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলে, মনে হয় বিশ্বপথিক এই কবি যেন জার্মানির কোনো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কলকাতার কলেজ স্ট্রিটের বইপাড়ায় স্বচ্ছন্দে ঢুকে পড়ছেন। |